Job Vacancy: কর্মখালি, কর্মখালি। আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর শোনালো চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার হসপিটাল। জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারি হসপিটাল। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। শূন্য পদ কত? যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করতে হবে? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ স্থান:- চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট।
পদের নাম:- জুনিয়ার রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে কর্মী।
শূন্য পদ:- চিত্তরঞ্জন হসপিটালে জুনিয়ার রিসার্চ ফেলো পদে নিয়োগ (Job Vacancy) করা হবে ১ জন কর্মী।
শিক্ষাগত যোগ্যতা:- এই সরকারি হাসপাতালে জেআরএফ পদে নিয়োগের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে জীবন বিজ্ঞান শাখার যে কোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ। সাথে প্রার্থীকে অবশ্যই নেট উত্তীর্ণ হতে হবে।
বয়ঃক্রম:- উপরে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। এর উপরে হলে আবেদন করা যাবে না।
বেতন:- যেহেতু চুক্তির ভিত্তিতে উপরে উল্লেখিত পদে নিয়োগ (Job Vacancy) করা হবে সেক্ষেত্রে ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী মাসিক বেতন ধার্য করা হবে।
আবেদন পদ্ধতি:- জুনিয়ার রিসার্চ ফেলো পদে আগ্রহী প্রার্থীরা ইমেল-এর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্র সহ অন্যান্য নথিপত্র পাঠাতে পারবেন।
আরও পড়ুন: মার্চ থেকে বন্ধ হয়ে যাবে হাজার হাজার অ্যাকাউন্ট, করাতে হবে এই কাজ
নিয়োগ প্রক্রিয়া:- চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে নির্দিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:- আগ্রহী প্রার্থীরা উপরে উল্লেখিত পদে আবেদন করতে পারবেন ২০২৫ সালের ১০ই ফেব্রুয়ারির মধ্যে। এই চাকরি সংক্রান্ত আরো বিশদে জানতে অনুসরণ করুন মূল বিজ্ঞপ্তি।
প্রসঙ্গত যত দিন যাচ্ছে ততই বাড়ছে বেকারত্ব। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও বাড়ছে কম্পিটিশন। চলছে চাকরিপ্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বলা যায় সরকারি চাকরির কর্মী নিয়োগের (Job Vacancy) দিকে মুখিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আর সেইসব প্রার্থীদের জন্যই কর্মী নিয়োগের সুখবর জানালো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। যা চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুযোগ। তাই যাদের এই চাকরির জন্য উপযুক্ত যোগ্যতা রয়েছে তারা সত্ত্বর ইমেইলের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে পারেন।