Joka BBD Bag Metro: আরও সহজে, কম খরচে যাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর! তিলোত্তমায় নয়া পরিকল্পনা

Antara Nag

Published on:

Advertisements

With the launch of Joka BBD Bag Metro, it will be easier and cheaper to go from Esplanade to Khidirpur: জোর কদমে চলছে কলকাতার বুকে মেট্রো সম্প্রসারনের কাজ। সেই কাজের অংশ হিসাবে শুরু হলো জোকা-এসপ্ল্যানেড মেট্রো (Joka BBD Bag Metro) অর্থাৎ মোামিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ। কলকাতার বুকে বর্তমানে জোরকদমে এগোচ্ছে মেট্রোর কাজ। এই অংশটা কিন্তু মাটির নীচ দিয়ে যাবে। এরজন্য খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের চত্বরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির জন্য সাময়িকভাবে রাজস্থান ক্লাব, কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খনন হবে টানেল বোরিং মেশিন’-র দ্বারা। সেই কারণে সেন্ট থমাস স্কুলের চত্বরে একটি শাফট তৈরির কাজ শুরু হয়েছে। এই শাফটের কাজ শেষ হলেই স্কুলের মধ্যে ঢুকে পড়বে টিবিএম। শুরু হয়ে যাবে সুড়ঙ্গ খননের কাজ। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে যাবে ধীরে ধীরে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো (Joka BBD Bag Metro) তৈরী জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছে কর্তৃপক্ষ।

Advertisements

কলকাতা পুলিশ ক্লাব, ক্যালকাটা কেনেল ক্লাব, এবং রাজস্থান ক্লাবকে পার্কস্ট্রিট স্টেশনে তৈরির জন্য সাময়িকভাব সরানো হবে। যতদিন পার্কস্ট্রিট স্টেশনের নির্মাণকাজ চলবে, ততদিন ক্লাবগুলি স্বাভাবিক ছন্দে কাজ করতে পারবে। এই কাজের জন্য ফাঁকা জমিতে পোর্টা-টাইপ কন্টেনার প্রদান করছে মেট্রো কর্তৃপক্ষ। এরমধ্যেই পাঁচটি কন্টেনার বসানো হয়েছে এবং বাকিগুলিও শীঘ্রই করা হবে।

Advertisements

আরও পড়ুন ? জলের বোতল নিয়ে চিন্তার দিন শেষ! একটি শেষ হলেই ফ্রিতে আরেকটি, নয়া সিদ্ধান্ত রেলের

আবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণ তৈরির জন্য কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরানো হবে শহিদ মিনারে। এই জন্য প্রতিরক্ষা মন্ত্রকের থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ আনা হয়েছে। নিউ মার্কেটের কাছে মনোহর দাস তড়াগের জল ছেঁচে তার নীচেই তৈরি হবে টানেল। নির্মাণকাজ হয়ে গেলে আবার পুরোনো জায়গায় ফিরবে মনোহর দাস তড়াগ।

আপাতত কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ মানে জোকা থেকে মাঝেরহাট (Joka BBD Bag Metro) পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। মাঝেরহাট স্টেশনের পর হলো মোমিনপুর স্টেশন। মেট্রো কিন্তু সেই পর্যন্ত মাটির উপর দিয়েই যাবে। তারপর মাটির নীচে প্রবেশ করবে। মাটির নীচ দিয়েই খিদিরপুর, ভিক্টোরিয়া এবং পার্কস্ট্রিট হয়ে এসপ্ল্যানেডে পৌঁছাবে মেট্রো।

Advertisements