Joy Hydrogen Scooter: পেট্রোল-ইলেক্ট্রিক অতীত, এবার স্কুটার চলবে জলে, লাগবে না লাইসেন্সও

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Joy Hydrogen Scooter: Bajaj Auto সম্প্রতি মার্কেটে লঞ্চ করে ফেলেছে এমন একটি বাইক যা চলবে গ্যাসে। এমনিতেই ভারতীয় মার্কেটে দুই চাকার চাহিদা অনেকটাই বেশি। সাধারণ মধ্যবিত্তের কাছে চার চাকার তুলনায় দুই চাকা কেনার উন্মাদনা বেশি লক্ষ্য করা যায়। বাইকটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গেছে। ধরুন আপনার টু হুইলার যদি জলে ছোটা শুরু করে তাহলে কেমন হবে ভেবে দেখেছেন? ভাবছেন এটি সম্পূর্ণই কাল্পনিক ঘটনা। তবে এটি মিথ্যে নয়, এমনই অসাধ্য সাধন করার পথে ভারতের সংস্থা Joy e-bike।

Advertisements

সংস্থাটি এমন একটি কনসেপ্ট প্রকাশ্যে এনেছে যাতে স্কুটারটি (Joy Hydrogen Scooter) খুব সহজেই জলে চলাচল করতে পারবে। নিমিষেই এটি আপনাকে চমকে দিতে পারে। কীভাবে চলবে Joy e-bike-এর হাইড্রোজেন স্কুটার জানতে হলে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। Joy e-bike-এর পেরেন্ট কোম্পানি ওয়ার্ডভিজার্ড হাইড্রজন ফিউল সেল এবং ইলেক্ট্রোলাইজার টেকনোলজি বিষয়টি নিয়ে কাজ করছে বহুদিন যাবত। অত্যাধুনিক নয়া প্রযুক্তি প্রয়োগ করে Joy e-bike এর নতুন স্কুটারটি সহজেই জলে ছুটবে এমনটাই দাবি করছে সংস্থা। হাইড্রজন টেকনোলজি ভারতে মোবিলিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সবথেকে বড় বিষয় হলো এটি পরিবেশ দূষণ রোধ করতে সহায়তা করবে।

Advertisements

Joy e-bike- চলতি বছরে ভারতে হওয়া মোবিলিটি শো’তে প্রথম এমন স্কুটার (Joy Hydrogen Scooter) আনতে চলেছে যা জলে সহজে চলাচল করতে পারবে অর্থাৎ হাইড্রোজেন স্কুটার। আসলে স্কুটারটি চলবে ডিস্টিল ওয়াটারে। স্কুটারের প্রযুক্তি জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুগুলিকে আলাদা করবে। যখনই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, সেই সময়ফ ফুয়েল হিসাবে তা ব্যবহার করা সম্ভব। এইভাবেই নয়া প্রযুক্তির দ্বারা স্কুটারটি খুব সহজেই জলের মধ্যেও চলাচল করতে পারবে।

Advertisements

আরো পড়ুন: মেয়েদের জন্য এলো সবথেকে সস্তা স্কুটি, দাম শুনলে লাফিয়ে পড়বে যে কেউ

Joy e-bike হলো এমন একটি বাইক যা জলে ছুটতে পারবে অনায়াসেই। এর নয়া হাইড্রোজেন স্কুটার (Joy Hydrogen Scooter) এর টপ স্পিড খুব একটা বেশি হবে না। সংস্থা দাবি করেছে যে, প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে যেতে পারবে স্কুটারটি। মজাদার বিষয় হল স্কুটার চালানোর জন্য কোন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। আপনি এটি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাতে পারেন। বর্তমানে বহু অটোমোবাইল কোম্পানি হাইড্রোজেন চালিত গাড়ি তৈরি করার প্রচেষ্টায় রয়েছে। ভারতীয় সংস্থার এহেন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ইলেকট্রিক স্কুটার এক লিটার জলে ছুটবে ১৫০ কিলোমিটার। তবে Joy e-bike- যে নয়া হাইড্রোজেন স্কুটার প্রকাশ্যে এনেছে তা প্রোটোটাইপ মাত্র, বিক্রির জন্য নয়। স্কুটারটির প্রযুক্তি নিয়ে এখনো কাজ করছে সংস্থা। উৎপাদন মডেল তৈরি করতে পুরোপুরিভাবে সফল হয়ে গেলে জনসাধারণের জন্য তা মার্কেটে লঞ্চ করা হয়।

Advertisements