Joydev Kolkata Bus: সুখবর, ফের চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জয়দেব-কলকাতা বাস

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মতো জেলায় যে সকল জনপ্রিয় তীর্থক্ষেত্র থেকে পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল জয়দেব কেন্দুলি। বছরের বিভিন্ন সময় জয়দেব কেন্দুলির রাধা বিনোদ মন্দিরে বিপুল সংখ্যক পর্যটকদের আগমন হয়। তবে অজয় নদের তীরে থাকা এই এলাকাটির সঙ্গে সেই ভাবে গণপরিবহন ব্যবস্থা খুব ভালো নয়। বিশেষ করে কলকাতা অথবা অন্য কোন গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে।

Advertisements

কলকাতার সঙ্গে জয়দেবের সরাসরি যোগাযোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগে একটি বাস চালু হয়েছিল। কিন্তু সেই বাস ১৫ দিন চলার পরই বন্ধ হয়ে যায়। জয়দেবের সঙ্গে কলকাতার সরাসরি বাস পরিষেবা চালু হয়েও বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষদের আশা ভঙ্গ হয়। তবে এবার সেই বাস পরিষেবা পুনরায় চালু হল মুখ্যমন্ত্রীর জেলা সফরের পর।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়ে জেলা সফরে এসেছিলেন। যে সফরে প্রশাসনিক বৈঠকের পর জয়দেব থেকে কলকাতা বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন স্থানীয় এক সাংবাদিক। ওই সাংবাদিকের থেকে বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন ফের বাস পরিষেবা চালু করার। সেই মতো নির্দেশ দেন মুখ্য সচিব মনোজ পন্থকে। আর এরপরেই পুনরায় সেই বাস পরিষেবা চালু হল।

Advertisements

আরও পড়ুন : Civic Volunteer: মুক্ত শিক্ষাঙ্গন তৈরির উদ্যোগ নিল এক সিভিক ভলেন্টিয়ার, গর্বিত বলাগড়বাসী

চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন কারণে জেলার বিভিন্ন এলাকার মানুষদের পাশাপাশি জয়দেব এলাকার মানুষেরাও বর্ধমান থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গা যাতায়াত করে থাকেন। এক্ষেত্রে তাদের এলাকার থেকে সরাসরি না আছে, বাস যোগাযোগ না আছে রেল যোগাযোগ। স্বাভাবিকভাবেই তাদের এই সকল এলাকা যাতায়াত করার ক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার পুনরায় বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা চালু হওয়ার ফলে এলাকার মানুষেরা অনেকটাই সুবিধা পাবেন।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে বাসটি পুনরায় জয়দেব থেকে কলকাতা পরিষেবা দেওয়া শুরু করলো সেই বাসটি সিউড়ি ডিপো থেকে ছেড়ে সাড়ে পাঁচটা নাগাদ দুবরাজপুর এবং তারপর ছটা নাগাদ জয়দেব পৌঁছানোর কথা রয়েছে। তবে বর্তমানে রাস্তা খারাপ থাকার কারণে সময়ের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে বলে জানা যাচ্ছে। জয়দেব থেকে কলকাতা যাওয়ার এই বাস পরিষেবা বন্ধ থাকার পর শুক্রবার থেকে পুনরায় চালু হলো।

Advertisements