JRF Recruitment: কাজের সুযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। গত ২৮শে নভেম্বর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। বিশ্বভারতীর গবেষণা প্রকল্পে (JRF Recruitment) কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। গবেষণা প্রকল্পের কোন পদে নিয়োগ করা হবে কর্মী? এর জন্য প্রার্থীদের কি যোগ্যতা প্রয়োজন? বয়সসীমা কত পর্যন্ত লাগবে? কিভাবেই বা আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ স্থান
উপরে উল্লেখিত চাকরিতে নিযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
পদের নাম
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জুনিয়ার রিসার্চ ফেলো অর্থাৎ JRF পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা
উপরে উল্লেখিত পদে (JRF Recruitment) আবেদনের জন্য প্রার্থীদের যোগ্যতা লাগবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর প্রাপ্ত স্নাতক উত্তীর্ণ। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই নেট/গেট উত্তীর্ণ হতে হবে। তাহলেই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
যেহেতু এই কাজে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে সেক্ষেত্রে প্রথম ২ বছর নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে ৩৭ হাজার টাকা। তারপরের বছরে মাসিক বেতন দেওয়া হবে ৪৭ হাজার টাকা।
আরো পড়ুন: শীঘ্রই আবেদন করুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে; সবিস্তারে জানুন আবেদনের প্রক্রিয়া
বয়সসীমা
উপরে উল্লেখিত পদে (JRF Recruitment) কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড়পত্র দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
বিশ্বভারতীর জেআরএফ পদে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এর জন্য প্রথমে প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে হোমপেজ ওপেন করতে হবে। তারপর হোমপেজ থেকে কেরিয়ার অপশন ওপেন করলেই সেখানে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আর সেই বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র ঠিকঠাক ভাবে পূরণ করে মেইল করতে হবে। তাহলে আবেদন সম্পন্ন হবে।
আরো পড়ুন: কাজের সুযোগ নদিয়া জেলায়, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, কিভাবে আবেদন করবেন রইল বিস্তারিত তথ্য
নিয়োগ প্রক্রিয়া
মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। আর এই কাজের জন্য চুক্তির মেয়াদ হলো ৩ বছর।
আবেদনের শেষ তারিখ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জেআরএফ পদে (JRF Recruitment) আবেদনের জন্য ২৮শে নভেম্বর থেকে ২১ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ১৮ই ডিসেম্বর ২০২৪-এর মধ্যে মেলের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের। তারপর যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরো বিস্তারিত জানতে হলে অনুসরণ করুন বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট।