‘ঢাকি সমেত বিসর্জন থেকে ধেড়ে ইঁদুর’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই ১০টি ডায়লগ ভোলা যাবে না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) যেদিন থেকে নিয়োগ দুর্নীতি মামলার দায়িত্ব হাতে নিয়েছেন সেই দিন থেকেই তিনি চর্চায় রয়েছেন। তার একের পর এক রায় আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যে। ৬০ বছরের কাজ ৬ মাসের মধ্যেই যেন তিনি শেষ করতে চেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বহু যোগ্য চাকরিপ্রার্থী নিজেদের চাকরি পেয়েছেন আর অযোগ্যরা চাকরি হারিয়েছেন।

Advertisements

যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়া এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি হারানোর ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পর্যবেক্ষণ এবং মন্তব্যে একাধিকবার সেরা সব ডায়লগ দিয়েছেন। সেই সকল ডায়লগের মধ্যে রয়েছে এমন ১০টি ডায়লগ, যা কোনদিন ভোলা যাবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফ্যানরা আশায় আছেন আগামী দিনেও এই ধরনের আরও ডায়লগ শুনবেন তার মুখ থেকে।

Advertisements

১) ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব : নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিতে গিয়ে বিচারপতি এমন কথা বলেছিলেন।

Advertisements

২) দুর্নীতির মহাসমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। আপনারা (আইনজীবীরা) সাহায্য করছেন। তার পরও হাবুডুবু খাচ্ছি। ঠগ বাছতে তো গাঁ উজাড় হয়ে যাবে : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ভূমিকা প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

৩) অনেক ধেড়ে ইঁদুর বেরোবে : নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন মন্তব্য করেছিলেন।

৪) এক জ্যাঠামশাই বলে বেড়াচ্ছেন আমি আইনের এবিসিডি জানি না। তিনি নিজে কি এবিসিডি জানেন? : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন মূলত আইনজীবী অরুণাভ ঘোষকে কটাক্ষ করে। যদিও মন্তব্য করার ক্ষেত্রে তিনি তার নাম মুখে আনেননি।

৫) কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত এবং কিছু মন্ত্রীর নাম বলতে পারি আমি, যাঁরা প্রকাশ্যে বলেছেন কারও চাকরি যাবে না : নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি খারিজ করার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

৬) মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠান মঞ্চে মুখোমুখি হওয়ার পর এমন মন্তব্য করেছিলেন।

৭) কবিতার প্রথম লাইন হল ‘এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং’। এই যদি কবিতার বই হয়, তাহলে কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না। এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে। অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, তা পড়তে কোনও মনুষ্য সন্তান সেখানে যাবে না।

৮) কুণাল ঘোষকে আমার প্রণাম। উনি এত বড় ভবিষ্যৎ দ্রষ্টা জানা ছিল না : শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় তৃণমূল নেতা কুনাল ঘোষ প্রসঙ্গে এমন মন্তব্য করেন।

৯) নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে। আমি শুনেছি, তিনি না কি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই, কে তিনি? : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের মামলায় শুনানির সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন মন্তব্য করেন।

১০) বোমা বাঁধতে পারলে কি বাড়তি নম্বর পাওয়া যায়? বীরভূমে পেটো বাঁধলে কত নম্বর পাওয়া যায়? : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি সময় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেন।

Advertisements