কাঁচা বাদাম কাকুর সঙ্গে আড্ডায় মদন মিত্র, লাভলী বলে দিলেন ২০০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন একেবারে সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। তার প্রমাণ পাওয়া গেল শনিবার। বীরভূম থেকে সোজা কলকাতা দাপিয়ে বেড়ালেন এই বাদাম বিক্রেতা। ভোটের প্রচার থেকে শুরু করে রাজ্য রাজনীতির অন্যতম চরিত্র ব্যক্তি মদন মিত্রের সঙ্গে চলল ঘন্টার পর ঘন্টা আড্ডা।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের কাচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর একই সেকেন্ডহ্যান্ড ভাঙাচোরা মোটরসাইকেলে কাচা বাদাম চাপিয়ে গ্রামে গ্রামে চা বিক্রি করে বেড়াতেন। প্রথমদিকে তার ব্যবসায় তেমন জনপ্রিয়তা না থাকার কারণে তিনি পরিকল্পনা করতে শুরু করেন কীভাবে এই ব্যবসাকে আরও বাড়ানো যায়।

এরপরেই তিনি এমন একটি গান রচনা করার কথা ভাবেন যেটি যেন সাধারণ মানুষদের মন কাড়ে। এর পরেই তিনি তার বাদাম বিক্রির সঙ্গে সামঞ্জস্য রেখে এই কাঁচা বাদাম গান রচনা করেন। সেই গান নিজে রচনা করার পাশাপাশি তাতে তিনি নিজেই সুর দেন। তারপর সেই গান গেয়ে গ্রামে চলে বাজার বিক্রি। ইতিমধ্যে কেউ একজন তার সেই গানকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে সেটি ভাইরাল হয়। তারপরই এখন এই বাদাম বিক্রেতা একজন সেলিব্রেটি।

ভুবন বাদ্যকর সেলিব্রিটি হওয়ার পর থেকেই দিন কয়েক ধরেই বিভিন্ন স্টুডিওতে তিনি গান রেকর্ডিং করে চলেছেন। এরই মধ্যে শনিবার তাকে দেখা যায় কলকাতায় তৃণমূলের হয়ে কলকাতা পৌরনিগম নির্বাচনে প্রচার করতে। মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে এই নির্বাচনী একজন স্টার ক্যাম্পেনার হিসাবেই। যেমনটা বিভিন্ন ভোটের ক্ষেত্রে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের লক্ষ্য করা যায়।

এইভাবে বীরভূমের গ্রাম থেকে কলকাতা দাপিয়ে বেড়ানো এই ভুবন বাদ্যকরের সঙ্গে আবার বিধায়ক মদন মিত্র দীর্ঘক্ষণ জমিয়ে আড্ডা মারেন। সেখানেও ভুবন বাদ্যকরকে তার কাচা বাদাম গান শোনাতে দেখা যায়। সেই গান শুনে বিধায়ক মদন মিত্র তো আনন্দে আত্মহারা। তিনি এই গান শুনে লাভলী বলতে বলতে ভুবন বাদ্যকরকে ২০ হাজার টাকা দিয়েই দিলেন। পাশাপাশি বলেন বড় কাঁচা বাদামের দোকান তৈরি করতে।