লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর এখন নেট দুনিয়ার সেন্সেশন। একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সাধারণ একজন বাদাম বিক্রেতা কিভাবে নেট দুনিয়ার সেনসেশন হয়ে উঠলেন, সেই কাহিনী কারোর অজানা নয়।
ভাঙাচোরা মোটরসাইকেলে করে ‘বাদাম বাদাম, কাঁচা বাদাম’ গান করে তিনি বাদাম বিক্রি করার পরিপ্রেক্ষিতেই ভাইরাল হন। তার এই নজরকাড়া গান প্রথম কেউ একজন ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তার পরেই তার ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমদিকে এই বাদাম বিক্রেতার খোঁজ না মিললেও হঠাৎ তার খোঁজ মিলতেই তার বাড়িতে ভিড় জমাতে থাকেন স্থানীয় থেকে দেশ-বিদেশের মানুষেরা।
সম্প্রতি তিনি এতটাই জনপ্রিয়তা লাভ করেছেন যে তাকে ঘিরে এখন শুরু হয়েছে তার বাড়িতে মেলা। তিনি এখন কাজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এমত অবস্থায় তিনি শুক্রবার দুবরাজপুর থানার দ্বারস্থ হলেন। দুবরাজপুর থানায় দ্বারস্থ হওয়ার মূলে রয়েছে অবশ্য অন্য কারণ।
ভুবন বাদ্যকর জানিয়েছেন, ‘বাদাম বাদাম, কাঁচা বাদাম’ গানটি তার নিজের রচিত। এই গানের সুর থেকে সবকিছুই তাঁর। কিন্তু কোন এক ইউটিউবার তার এই গানের স্বত্ব অর্থাৎ কপিরাইট কিনে নিয়েছেন। এর ফলে অন্য কেউ এই গান ইউটিউব অথবা অন্য কোনো সোশ্যাল মাধ্যমে আপলোড করলেই কপিরাইট দেখাচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে ভুবন বাদ্যকর জানিয়েছেন, “আমি একেবারে সাধাসিধা গ্রামের মানুষ। আমি এই গানটি রচনা করেছি। কিন্তু কেউ এই গানের কপিরাইট কিনে নিয়েছেন। আমি চাই আমার গান ফিরিয়ে দেওয়া হোক এবং প্রাপ্য দেওয়া হোক।”