লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন ভুবন ভরা। তিনি এমন খ্যাতি অর্জন করেছেন মূলত তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার দৌলতে। তার কাঁচা বাদাম গান দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশে।
এবার এই ভাইরাল হওয়া কাঁচা বাদাম গান শুনে খুশি হলেন এক সিবিআই অফিসার। শুধু খুশি হওয়া নয়, এর পাশাপাশি ওই সিবিআই অফিসার ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান শুনে খুশি হয়ে তাকে পাঠালেন আর্থিক পুরস্কারও। মঙ্গলবার এই আর্থিক পুরস্কার ভুবন বাবুর হাতে তুলে দেন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন।
ভুবন বাদ্যকরকে সিবিআই অফিসারের পাঠানো আর্থিক পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য এদিন তাকে দুবরাজপুর পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। সেখানেই এই পুরস্কার তুলে দেওয়া হয় ভাইরাল লোকশিল্পীর হাতে। আর্থিক পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি এদিন ওই সিবিআই অফিসার ফের একবার ভিডিও কলের মাধ্যমে ভুবন বাদ্যকরের থেকে শুনলেন ভাইরাল দুটি জনপ্রিয় গান। যার মধ্যে অবশ্যই ছিল সবচেয়ে জনপ্রিয় কাঁচা বাদাম গানটি।
ভুবন বাদ্যকরের এই ভাইরাল কাঁচা বাদাম গান শুনে খুশি হয়ে এমন আর্থিক পুরস্কার পাঠিয়েছেন ভিন রাজ্যের যে সিবিআই অফিসার তিনি হলেন কেশব কুমার। তিনি এদিন ভুবন বাদ্যকরকে ১২০০০ টাকা আর্থিক পুরস্কার দেন। আগামী দিনেও পুরস্কার স্বরূপ আরও কিছু পাঠাবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন ভাইরাল ভুবন বাদ্যকরকে।
সিবিআই অফিসারের কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়ে ভুবন বাদ্যকর জানিয়েছেন, “দুবরাজপুর থানায় আমার বড়বাবু আমাকে ডেকেছিলেন। সেখানে ভিডিও কলের মধ্য দিয়ে এক সিবিআই আধিকারিক আমার গান শুনলেন এবং খুশি হয়ে আমাকে ১২০০০ টাকা আর্থিক পুরস্কার দিলেন। এই সম্মান পেয়ে আমি খুব খুশি।” ভুবন বাদ্যকর এদিন ওই সিবিআই অফিসারকে ভিডিও কলের মধ্য দিয়ে গান শোনানোর পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশদের অনুরোধে তাদেরও গান শোনান।