কাঁচা বাদাম ভুবন বাদ্যকর এবার স্কুলে গিয়ে গান শোনালেন ছাত্রীদের

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : ভুবন বাদ্যকর, এই নামটি এখন জানেন না এমন কেউ নেই। রাজ্যের পাশাপাশি তিনি এখন সাত সমুদ্র তেরো নদী পার করে ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, উত্তর কোরিয়া, তানজানিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। মূলত তার গান কাঁচা বাদাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি এমন সেলিব্রিটি হয়ে ওঠেন।

Advertisements

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর একসময় পেশায় ছিলেন একজন বাদাম বিক্রেতা। তিনি থলিতে ভরে কাঁচা বাদাম বিক্রি করতেন গ্রামে গ্রামে। নগদ টাকায় বাদাম বিক্রি করার পাশাপাশি পুরাতন জিনিসপত্রের বদলেও তিনি তার গ্রাহকদের হাতে তুলে দিতেন কাঁচা বাদাম। আর এই নিয়েই তার গান, ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম’।

Advertisements

এই গান ভাইরাল হওয়ার পর ভুবন বাদ্যকর এখন রীতিমত সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। তিনি এখন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি সম্প্রতি দাদাগীরির মঞ্চে নিজের দাদাগিরি দেখিয়ে এসেছেন। সেই ভুবন বাদ্যকর এবার দুবরাজপুর ব্লকের একটি স্কুলে পৌঁছে গেলেন এবং সেখানে স্কুল ছাত্রীদের শোনালেন তাঁর ভাইরাল গানটি।

Advertisements

শনিবার ভুবন বাদ্যকর গিয়েছিলেন দুবরাজপুর ব্লকের লোবা গ্রামের লোবা মায়ের পুজো দিতে। এখানে তার পুজো দেওয়া নিয়ে মানত ছিল। সেখান থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় তাকে দেখতে পান জোপলাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। ব্যস! দেখামাত্রই ওই ছাত্রীরা দেরি না করে ভুবন বাদ্যকরকে স্কুলে আসতে অনুরোধ করেন এবং সঙ্গে গান শোনানোর অনুরোধও করেন।

স্কুল ছাত্রীদের এই অনুরোধে ভুবন বাদ্যকর তাদের না করতে পারেননি এবং স্কুলে পৌঁছে যান। স্কুলের মধ্যে ক্লাসে বেশ কিছুক্ষণ পড়ুয়াদের সঙ্গে সময় কাটান এবং পরে স্কুলের বাইরে এসে ওই পড়ুয়াদের নিজের গলায় নিজের গানটি শোনান। ভুবন বাদ্যকর এদিন ওই ছাত্র-ছাত্রীদের গান শোনানোর পাশাপাশি ক্লাসে ক্লাসে গিয়ে বলেন, ‘ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে এবং সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’

Advertisements