নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন। তবে তার এই খ্যাতি লাভের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নানান বিরূপ প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তিনি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে সে সকল প্রতিক্রিয়া আরও অনেক বৃদ্ধি পেয়েছে।
কিন্তু তা সত্ত্বেও একটা কথা স্পষ্ট, বাদাম কাকু অর্থাৎ ভুবন বাদ্যকর আর যা হোক বানিয়ে কথা বলেন না, বা মিথ্যাবাদী নয়। তিনি সাংবাদিক হোক অথবা অন্য কারোর বিভিন্ন প্রশ্নের যে সকল উত্তর সাধাসিধা হবে দিয়েছেন তা থেকেই স্পষ্ট। তার এই ধরনের বেশকিছু কথাবার্তার উদাহরণ তুলে ধরা যাক।
দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী তাঁকে প্রশ্ন করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভের ফলে কোন আর্থিক লাভ হয়েছে? এই প্রশ্ন শুনে হাসতে হাসতে ভুবন বাদ্যকর জানিয়েছিলেন, ‘একটা চ্যানেলে গিয়েছিলাম, ওই জয়দেবের স্টুডিওতে গান করেছিলাম। সে ৩০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু ভেঙেই গেল টাকাটা’। তিনি চাইলে আরও অনেক কিছু বলতে পারতেন। কিন্তু বানিয়ে কিছু বলেননি। এর পাশাপাশি তিনি যে ওই টাকা সত্যিই ফুটিয়ে দিয়েছিলেন তা সেখানকার বাসিন্দাদের থেকেই জানা যায়। এমনকি তার স্বভাবে আছে, একে-ওকে দিয়ে টাকা উড়িয়ে দেওয়ার।
এরপর যখন অন্যত্র তাকে প্রশ্ন করা হয় আপনি কি আর বাদাম বিক্রি করবেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ‘আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। সেলিব্রেটি হয়ে কি আর বাদাম বিক্রি করা যায় বলুন?’ তিনি হয়তো জানতেন না তার এই উত্তরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলড হবে। যে কারণে সহজ-সরল এই মানুষটি সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন। স্বাভাবিক তিনি এই ভাবে জনপ্রিয়তা পাওয়ার পর, বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করার পর আর বাদাম বিক্রি করতে যেতে পারবেন না। এটা আমার আপনার ক্ষেত্রে হলেও একই হতো। কিন্তু উনি গুছিয়ে বলতে পারেন নি, যা মুখে এসেছে সেটাই বলে দিয়েছেন।
সম্প্রতি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার পর অন্যান্য চতুর মানুষেরা বিষয়টিকে লুকানোর চেষ্টা করতেন এটা নিশ্চিত। কিন্তু ভুবন বাদ্যকর আগে পিছে কোন কথা না ভেবেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “একটা গাড়ী কিনেছি। সেই গাড়িটি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি।”
তিনি গাড়ি কিনেছেন, এমনটা সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা জেনেই চমকে যান। আর তারপর থেকেই অনেক বেশি ট্রোল শুরু হয়। ভুবন বাদ্যকর এই কথা হয়তো কোনদিন ভাবেননি, তার গাড়ি কেনার কথা শুনে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা চটে যাবেন অথবা তাকে নিয়ে মশকরা শুরু করবেন। তিনি একেবারেই সহজ সরল ভাবেই উত্তর দিয়েছেন।