লাল্টু : গত বছর গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করার সময় ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের মতো অজপাড়া গ্রাম থেকে ভাইরাল হয়ে তিনি সেলিব্রেটি হয়ে ওঠেন। ভাইরাল হওয়া তার কাঁচা বাদাম গানটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। বিদেশের বহু সেলিব্রেটিদের তার গানে কোমর দুলিয়ে রিল ভিডিও বানাতে দেখা যায়।
দুবরাজপুরের এই ভুবন বাদ্যকর দীর্ঘ এক বছরের কাছাকাছি সময় নিজের জনপ্রিয়তা বজায় রাখার পর হঠাৎ মাস খানেক ধরে উধাও হয়ে যেতে দেখা যায়। তার হঠাৎ এইভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন, তাহলে কি ভুবন বাদ্যকরের জামানা শেষ! যারা এই প্রশ্ন তুলছিলেন তাদের জন্য ভুবন বাদ্যকর নতুন তিনটি গান নিয়ে হাজির হয়েছেন।
কালীপুজোর আগে তার এই গানগুলি স্টুডিওতে রেকর্ডিং হয় এবং কালীপুজোর পর রিলিজ হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি মরে যাননি। তিনি এখনো রয়েছেন। তিনি এতদিন গান রচনা করতে পারেননি মূলত ‘খোকাবাবুর খেলাঘর’ নামে যে যাত্রাপালাটি আসতে চলেছে তার মহড়ায় তিনি ব্যস্ত ছিলেন। এখন একটু সময় পেতেই তিন তিনটি গান লিখে ফেলেছেন এবং সেগুলি স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে।
তার তিনটি গানের মধ্যে ইতিমধ্যেই আমরা একটি গান ‘হয়েছে বাড়ি, হয়েছে গাড়ি, চারিদিকে কত সুন্দরী নারী, হয়েছে আমার নাম। এখন আর আমি দাদা বেচি না বাদাম’ আপনাদের সামনে তুলে ধরেছি। এবার তার দ্বিতীয় গানটিও আপনাদের সামনে তুলে ধরা হলো। ভুবন বাদ্যকরের নতুন প্রতিটি গান বেশ মজার মজার কথা দিয়ে লেখা হয়েছে।
ভুবন বাদ্যকরের দ্বিতীয় যে গানটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই গানটি হল ‘যতই চিবাবে ততই পাবে রস / যতই চিবাবে ততই পাবে রস / ছেলে আমার কাঁচা বাদাম হয়ে যাবে বস / ছেলে আমার কাঁচা বাদাম হয়ে যাবে বস।..” ভুবন বাদ্যকর জানিয়েছেন, প্রথম গানের মতো তার এই দ্বিতীয় গানটিও স্টুডিওতে রেকর্ডিংয়ের কাজ ছাড়া হয়ে গিয়েছে এবং কালীপুজোর পরেই তা দর্শকদের জন্য রিলিজ করে দেওয়া হবে।