‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স ভার্সন, স্টুডিওতে গাইলেন খোদ ভুবন বাদ্যকর

Laltu Mukherjee

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছেন তার ‘কাঁচা বাদাম’ গানের দৌলতে। বাদাম বিক্রি করার জন্য তিনি নিজে এই গান রচনা করেন এবং সুর দেন। পরবর্তীকালে এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাতারাতি তিনি সেলিব্রেটিতে পরিণত হয়।

তিনি রাতারাতি সেলিব্রেটিতে পরিণত হওয়ার পর সম্প্রতি তার বাড়িতে ভিড় জমতে শুরু করেছে অনুরাগীদের। বিভিন্ন জায়গা থেকে মানুষের আগমন ঘটছে। এর পাশাপাশি বিভিন্ন ভিডিও ক্রিয়েটাররা তার বাড়িতে ভিড় জমাচ্ছেন ভিডিও তৈরি করার জন্য। এমনকি সম্প্রতি তার বাড়িতে এসে ভিডিও তৈরি করে গেছেন হাস্যকৌতুক ভিডিও ক্রিয়েটর স্যান্ডি সাহা।

এমন পরিস্থিতিতে এই বাদাম বিক্রেতা বর্তমানে বাদাম বিক্রি ভুলে গিয়েছেন। মানুষের ভিড়ে তার বাড়ি থেকে বের হওয়ার মতো পরিস্থিতি নেই। অন্যদিকে এরই সঙ্গে সঙ্গে তার বিভিন্ন জায়গা থেকে স্টুডিওয় গান করার জন্য অফার আসছে। সেই সকল অফারের পরিপ্রেক্ষিতে একাধিক স্টুডিওতে গান রেকর্ডিং করছেন তিনি।

ভুবন বাদ্যকরের তরফ থেকে জানা যাচ্ছে, সম্প্রতি তিনি বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় গান রেকর্ডিং করার সুযোগ পেয়েছেন। সেই সকল জায়গায় গিয়ে তিনি গান রেকর্ডিং করছেন। এমনকি শনিবার তিনি কলকাতায় রওনা দিয়েছেন গান রেকর্ডিং করার জন্য। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টুডিওতে চলছে রেকর্ডিং। তবে এই সকল গান কবে রিলিজ হবে তা তিনি জানাতে পারেন নি।

https://youtu.be/MW-eICYCuZU

রিলিজ হওয়া গানটিতে লক্ষ্য করা গিয়েছে, এই গানটি একেবারে কাঁচা বাদাম গানের রিমিক্স ভার্শন। একটি ইউটিউব চ্যানেলে এই গানের টুকরো ভিডিও আপলোড করা হয়েছে। পাশাপাশি এই গানকে নিয়ে নানান মিম ভিডিও তৈরি করে চলেছেন বিভিন্ন ভিডিও ক্রিয়েটররা।