লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর এখন ভুবন ভরা। তিনি মূলত তার কাঁচা বাদাম গানের দৌলতে রাতারাতি ভাইরাল হওয়া এবং সেলিব্রেটি হয়ে ওঠেন। তবে একসময় এই ভুবন বাদ্যকরকে দিন গুজরানোর জন্য গ্রামে গ্রামে ঘুরে ফেরি করতে হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দু’বেলা দু’মুঠো সেইভাবে খাবার পর্যন্ত জুটত না। তবে ভাগ্যের চাকা ঘুরতেই এখন তার কাছে টাকাই টাকা।
খুব কষ্টের সঙ্গে এই ভুবন বাদ্যকর একটি খড়ের কুঁড়ে ঘরের মধ্যে দিনযাপন করেছেন স্ত্রী সন্তানদের নিয়ে। একটি ঘরেই তাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হয়েছে। এমনকি সেই ঘরেই থাকতো গৃহপালিত পশুরাও। এখন সেই ভুবন বাদ্যকর ভাইরাল হওয়ার দৌলতে বানিয়ে ফেলেছেন পাকা বাড়ি। সেই পাকাবাড়ি এমনভাবে ডেকোরেশন করা হয়েছে যা যেকোনো ছোটখাটো রাজমহলকেও হার মানাতে পারে।
এক সময় যার খাবার জুটত না সেই ভুবন বাদ্যকর এখন রাজমহলে বসবাস করার পাশাপাশি তার হাতে এসে পৌঁছেছে একটি iPhone। যে আইফোন কেনার জন্য আর পাঁচটা মানুষকে পাঁচ বার ভাবতে হয়। ভুবন বাদ্যকরের হাতে এসেছে iPhone 13। তিনি এই আইফোন নিয়ে এখন রাজমহলে বসে ঘাঁটাঘাঁটি করেছেন। আর তা দেখেই তাজ্জব সোশ্যাল মিডিয়ার দর্শকরা।
বীরভূমের অজপাড়া গ্রামের এই ভুবন বাদ্যকর যে iPhone টি নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন সেটি তিনি পেয়েছেন উপহার স্বরূপ। সম্প্রতি তিনি দিল্লীতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানেই থাকে এক স্বহৃদয় ব্যক্তি এই আইফোনটি উপহারস্বরূপ দেন। তিনি যে আইফোনটি উপহার স্বরূপ পেয়েছেন তার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭২ হাজার টাকা।
অন্যদিকে ভুবন বাদ্যকর আইফোন উপহারস্বরূপ পাওয়ার পর সেই আইফোন নিয়ে যেমন সময় পার করছেন, ঠিক তেমনি আবার এই আইফোন নিয়ে একটি গানও লিখে ফেলেছেন। তিনি নতুন যে গানটি লিখেছেন সেটি হল, ‘বাদাম বেচে খাই, সেলেব্রেটি ভাই , বাদামের তুলনা দুনিয়াতে নাই’।