রাজ্যের রাজ্যের করোনা সংক্রামিতদের তুলনা টেনে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি কৈলাসের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মানুষ প্রতিনিয়ত করোনা সংক্রামিত হচ্ছেন। আর ঠিক সেসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। বর্তমান পরিস্থিতি রাজনীতি করার নয়, তা জানিয়ে পাশাপাশি দেশের প্রতিটি রাজ্যের করোনা সংক্রামিতদের তালিকা তুলে ধরে, তাদের সাথে রাজ্যের তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

Advertisements

Advertisements

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বুধবার খোলা চিঠির মাধ্যমে অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান করোনা পরিস্থিতিতেও রাজনীতি করছেন। আর বর্তমান পরিস্থিতিতে রাজনীতি না করে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী ও রাজ্যপালের প্রতি সংঘাতমূলক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বিজেপির সাংসদ ও নেতাদের বিরুদ্ধে দোষারোপ করবেন না।

Advertisements

দেশে লকডাউন জারি হওয়ার পর করোনা আবহেও পশ্চিমবঙ্গের দেখা গিয়েছে একাধিক বিজেপি নেতৃত্ব রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপন, রেশন বন্টন নিয়ে দুর্নীতি, করোনায় মৃত্যু ও সংক্রামিতদের সংখ্যা গোপন করা ইত্যাদি নানান অভিযোগ তুলতে থাকেন। শুধু বিজেপি নয় অন্যান্য বিরোধী দলের নেতারাও এমন অভিযোগ তুলতে থাকেন। তবে শাসকদলও থেমে থাকেনি, শাসক দলের নেতা-নেত্রীরা বিজেপি ও অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে সরব হন। এমনকি মুখ্যমন্ত্রীকেও দেখা গিয়েছে বিরোধীদের বিরুদ্ধে সরব হতে।

আর এমত অবস্থায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেন, “করোনায় মৃতের সংখ্যা গোপন করছে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ। এখানে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নেই।” এছাড়াও কৈলাস বিজয়বর্গীয় খোলা চিঠিতে অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত তৈরি করা, দুর্নীতি, বিজেপি সাংসদদের ঘরে আটকে রাখা, ত্রাণে বাধা দেওয়া এবং প্রতিহিংসার রাজনীতি করা।”

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, “মহারাষ্ট্রের মত রাজ্যে এক লক্ষের বেশি টেস্টিং হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে ২৭ এপ্রিল পর্যন্ত ১২০৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর চেয়ে উড়িষ্যা, অসম, ঝাড়খণ্ডের পরিস্থিতি অনেক ভালো। আমি আপনার কাছে আবেদন করছি, কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে লড়াই বন্ধ করুন।”

Advertisements