Nanur Milan Mela: নতুন বছরের শুরুতেই রুপোর মুকুট মাথায় উঠলো বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের। আগে এমনই মুকুট থেকে শুরু করে অভিনব সব পুরস্কার পেতে দেখা যেত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। এমন অভিনব সব উপহার দেওয়ার রীতি বছরের পর বছর ধরে চলে আসছে নানুরের মিলন মেলায় (Nanur Milan Mela)। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানেই মূলত রুপোর মুকুট পরানোর পাশাপাশি অভিনব সব উপহার দেওয়ার রীতি রয়েছে দীর্ঘ কয়েক বছরের।
নানুরের মিলন মেলার (Nanur Milan Mela) উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বছরের পর বছর উপস্থিত থেকেছেন অনুব্রত মণ্ডল, আর তাকেই এমন সব উপহার দিতে দেখা গিয়েছে। কিন্তু গত দুবছর অনুব্রত মণ্ডল জেলবন্দী থাকায় সেই ভুমিকা পালন করেছেন কাজল শেখ। তবে এই বছর জেল থেকে ছাড়া পেলেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অনুব্রত মণ্ডল। তাই তার না থাকার কারণে সেই মুকুট পরলেন কাজল শেখ।
আরও পড়ুন:Loba Coal Mine: কয়লা শিল্প না দালালি, লোবায় নতুন ঝামেলা
রুপোর ঐ মুকুট থুপসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা কাজল শেখের মাথায় পরিয়ে দেন। প্রায় ছয় বছর ধরে এই মেলার আয়োজন করে আসতেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। মূলত তিনি কখনো রুপোর মুকুট আবার কখনো রুপোর তরবারি উপহার দিতেন অনুব্রত মণ্ডলকে। কিন্তু এই বছর প্রথম থেকেই কে এই উপহার পাবেন তা নিয়ে কৌতুহল ছিল। অবশেষে কাজল শেখের মাথায় রুপোর মুকুট যেতেই সেই জল্পনার অবসান ঘটলো।
তবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এবং রুপোর মুকুট কাজল শেখের মাথায় যাওয়া এখন রাজনৈতিক মহলে নানান প্রশ্ন তুলতে শুরু করেছে। বুধবার নববর্ষের দিন মিলন মেলার (Nanur Milan Mela) উদ্বোধনে কাজল শেখের মাথায় যে মুকুট পরানো হয় তার ওজন পাঁচ কেজি বলেই জানা যাচ্ছে সূত্র। পাঁচ কেজি ওজনের এমন রুপোর মুকুট পেয়ে স্বাভাবিকভাবেই হাসিমুখে দেখা যায় তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে।