নিজস্ব প্রতিবেদন : মার্চ মাস শুরু হতে না হতেই আবহাওয়াই আমূল পরিবর্তন আসতে শুরু করেছে। হাওয়া অফিসের (IMD) তরফ থেকে আগেই জানানো হয়েছিল এমন পরিবর্তন আসবে। আর সেই মতো দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal) তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এখন কালবৈশাখী সহ শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rainfall and Storm Forecast South Bengal) পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে এমন দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের সেই পূর্বাভাসকে সত্যি করে শনিবার সন্ধ্যা নামতেই কালো মেঘে ঢাকা পড়ে আকাশ আর তার পরই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের দাপটের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যায়। একই রকম পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সর্তকতা।
রবিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি ওই সকল জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে স্পষ্টভাবেই জানানো হয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য জারি থাকছে কমলা সর্তকতা।
আরও পড়ুন ? LIC Death Claim: মারা গিয়েছেন পলিসি হোল্ডার! কীভাবে মিলবে LIC-র ডেথ ক্লেইম?
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমন দুর্যোগ নেমে আসবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া জেলায়। এই সকল জেলায় কালবৈশাখী অথবা শিলাবৃষ্টির কোন পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়নি।
অন্যদিকে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে। এই সকল জেলায় এদিন ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এছাড়াও অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এমন পরিস্থিতি আগামী দিন দুয়েক বজায় থাকবে দক্ষিণবঙ্গে।