টানা ৫ দিন কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা পাঁচ দিন অর্থাৎ মে মাসের ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisements

Advertisements

আগামী পাঁচ দিন টানা কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় দিন কয়েক আগে থেকেই কালবৈশাখীর দেখা মিলছে। প্রায় প্রতিদিনই সকাল থেকে ভ্যাপসা গরমের পর দুপুর হতেই মেঘে ঢাকা পড়ছে দক্ষিণবঙ্গের আকাশ। আর তারপরেই চলছে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির পাশাপাশি রয়েছে বজ্রবিদ্যুৎ। গত বৃহস্পতিবারই বজ্রবিদ্যুৎ-এর কারণে বীরভূমে মারা যান চারজন।

Advertisements

বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত বিরাজমান রয়েছে একটি অক্ষরেখা। আর এই অক্ষরেখার প্রভাবে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। আর এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কালবৈশাখী সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই ঝড়বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে, পাশাপাশি কয়েকটি জেলায় সম্ভাবনা দেখা দিয়েছে কালবৈশাখীর।

অন্যদিকে আবার আশঙ্কা বাড়িয়ে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় আমফান। ওড়িশা ও অন্ধ্র উপকূলেই ঝাঁপিয়ে পড়বে এই ঘূর্ণিঝড় বলে প্রাথমিকভাবে মনে করছে হওয়া অফিস। তবে আবার ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় গতিপথ ও পরিবর্তন করছে। আবহবিদদের আশঙ্কা যেভাবে ঘূর্ণিঝড় আমফান স্থলভাগের দিকে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে মে মাসের ১৯-২০ তারিখ নাগাদ দাগের উপর এসে পৌঁছবে।

Advertisements