আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর পূর্বাভাস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বুধবারই সুপার সাইক্লোন আম্ফান তছনছ করে দিয়ে গেছে দক্ষিণবঙ্গের ৭ জেলার বিভিন্ন অংশ। পাশাপাশি রবিবার ও সোমবার হঠাৎ কালবৈশাখীতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন বীরভূমের বিভিন্ন অংশ। আর এসবের পরেও ফের পূর্বাভাস মরার উপর খাড়া কালবৈশাখীর। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisements

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যাবে কালবৈশাখীর। আম্ফান পরবর্তী সময়ে পাল্লা দিয়ে পারদ চড়ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার। পারদ চড়ছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। এমনকি বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯০% ছাপিয়ে যাচ্ছে। আর দখিনা বাতাসের উপর ভর করে দক্ষিণবঙ্গের উপর ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এই সকল জলীয়বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাচ্ছে, পাশাপাশি চলছে কালবৈশাখী।

Advertisements

সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কালবৈশাখীর দাপট লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি হয়েছে বিপুল পরিমাণে বজ্রপাত। বজ্রপাতে বীরভূমে সোমবার একজনের মৃত্যুও হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার মেঘলা আকাশ থাকার পাশাপাশি বিকাল বেলায় দেখা যেতে পারে কালবৈশাখী। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কোন দিকে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তিনি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। দিনে র সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির কাছাকাছি।

Advertisements