প্রতিমায় খুঁত, অষ্টমঙ্গলায় ফের কালী আরাধনা সিউড়িতে

Madhab Das

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : শাস্ত্রমতে সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। আর এই সকল বিধিনিষেধের মধ্যেই রয়েছে পুজোর পর প্রতিমা অক্ষত অবস্থায় নিরঞ্জন দেওয়া। সেই জায়গায় কোন খুঁত হলে পুনরায় দেব দেবীর আরাধনা করতে হয়। আর এই প্রথম মেনে কালীপুজোর অষ্টমঙ্গলায় নতুন করে কালি আরাধনায় সিউড়ির একটি পুজো কমিটি।

Advertisements

সিউড়ি বাসস্ট্যান্ডের নিকটে বীরভূম জেলা ট্রাফিক অফিসের পাশে শিক্ষক, ব্যবসায়ী এবং বেশকিছু সাংস্কৃতিক জগতের মানুষদের নিয়ে গড়ে ওঠা ক্লাসিক ম্যাগনেট নামে একটি ক্লাব গত ৩৩ বছর ধরে কালী পুজো করে আসছেন। সেই প্রথা মেনে এবছরও তাদের কালীপূজো করা হয়েছিল। কিন্তু প্রতিমা বিসর্জনের আগের দিন দেখা যায় প্রতিমার বাম হাত ভাঙ্গা রয়েছে।

Advertisements

আর এই ঘটনা দেখে ক্লাবের সদস্যরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তারা পুরোহিতের সাথে আলোচনায় বসেন। পুরোহিত তাদের বিধান দেন নতুন করে পুজো করার। নতুন করে পুজো করার বিষয়ে বেছে নেওয়া হয় অষ্টমঙ্গলা দিন। সেই মতই শনিবার পুনরায় এই কালী পুজো কমিটির সদস্যরা মায়ের আরাধনায় ব্রত হলেন।

Advertisements

ওই পুজো কমিটির সদস্য অরুন মুখার্জী জানিয়েছেন, “বিসর্জনের আগের দিন এইভাবে কালীর হাত ভেঙে যাওয়ার পর আমরা পুরোহিতের সাথে আলোচনা করে পুনরায় পুজো করার সিদ্ধান্ত নি। মা যাতে রুষ্ট হয়ে না যান তার জন্য এই সিদ্ধান্ত। সকলের মঙ্গল কামনায় অষ্টমঙ্গলায় আমরা আবার নতুন করে পুজোর আয়োজন করেছি।”

Advertisements