লাল্টু : রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠা তারকাদের মধ্যে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) অন্যতম। এই ভুবন বাদ্যকর এক সময় গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন। আর সেই বাদাম বিক্রি করার সময় গাইতেন কাঁচা বাদাম (Kacha Badam) নামে নিজের লেখা একটি গান।
একদিন সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয় এবং তারপরেই ভাগ্যের চাকা ঘুরে যায় ভুবন বাদ্যকরের। রাতারাতি তিনি ভাইরাল সেলিব্রেটিতে পরিণত হন। দূর দূরান্ত থেকে তার বাড়িতে তাকে দেখতে ভিড় জমাতে শুরু করেন তার অনুরাগীরা। তার এই গান রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন কোনায় পৌঁছে যায়।
তবে সম্প্রতি ভুবন বাদ্যকর নিজের গানের কপিরাইট নিয়ে খুব অসুবিধার মধ্যে রয়েছেন। তার গানের কপিরাইট অন্যজনের হাতে চলে যাওয়ার ফলে তিনি কাঁচা বাদাম গানটি আর গাইতে পারছেন না। এই নিয়ে আদালতে মামলা চলছে এবং সেই মামলায় শেষমেষ কার জয় হয় তার দিকে তাকিয়ে তিনি এবং তার অনুরাগীরা।
গানের কপিরাইট অন্যের হাতে চলে যাওয়া ছাড়াও আর্থিক সংকটেও ভুগছেন বাদাম কাকু। তবে এসবের মধ্যেও তিনি কোনভাবেই হতাশ নন এবং গান তার ভগবান বলে ঘোষণা করেছেন। গান ভগবান বলে ঘোষণা করার পাশাপাশি তিনি কপিরাইট বিতর্কের মাঝেই নতুন একটি গান আনতে চলেছেন বলেও জানিয়েছেন।
ভুবন বাদ্যকরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “আমি গান ছাড়বো না। গানই আমার ভগবান। গানের দৌলতেই আমি আপনাদের কাছে পৌঁছেছি। সবার আশীর্বাদে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। হোলির পরই আমি একটি গান বের করব।”
নতুন কি গান আনতে চলেছেন ভুবন বাদ্যকর? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি নতুন যে গানটি আনবেন সেটি হল ‘বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গানে গানে মন কেড়েছে সবার’। এইরকমই একটি গান তিনি আনতে চলেছেন। তবে এরপরে প্রশ্ন ওঠে কাঁচা বাদাম কথাটি থাকলে তো ফের কপিরাইট আসবে। এর পরিপ্রেক্ষিতে ভুবন বাদ্যকরের অনুরোধ করেছেন, যেন কেউ কপিরাইট না দেন। পাশাপাশি তিনি একই অনুরোধ করেছেন গোপালের কাছেও।