সাধের ৭০ হাজারের মোবাইলও হয়েছিল হাতছাড়া, কঠিন অবস্থায় বাদাম কাকু

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাঁচা বাদাম (Kacha Badam) গান ভাইরাল হওয়ার পর যেভাবে ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) উন্নতি দেখা গিয়েছিল ঠিক সেই ভাবেই এখন তার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে তার পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে যে তাকে নিজের লাখ টাকার বাড়ি ছেড়ে পরের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে।

Advertisements

ভুবন বাদ্যকর এখন কুড়ালজুড়ি গ্রাম ছেড়ে রয়েছেন দুবরাজপুর শহরে। সেখানে ২৭০০ টাকা বাড়ি ভাড়া দিয়ে তাকে থাকতে হচ্ছে। অন্যদিকে নিজের গানের কপিরাইট অন্যজনের হাতে চলে যাওয়ার ফলে গানও গাইতে পারছেন না। রোজগার হারিয়েছেন, ছেলের রোজগারের টাকায় কোনক্রমে সংসার চলছে।

Advertisements

নিজের গান অন্যের হাতে চলে যাওয়া ছাড়াও আরও বিভিন্ন তথ্য সামনে আসছে যা তার লাখ টাকার বাড়ি ছাড়ার অন্যতম কারণ। ভুবন বাদ্যকর এবং তার পরিবার সূত্রে জানা যাচ্ছে, পরিচিতি লাভ করার পর তার বাড়িতে চাঁদার জুলুম শুরু হয়। মেলা খেলার নাম করে ৫০০, কখনো ১০০০ টাকা আদায়ের জন্য তার বাড়িতে হানা দিতেন লোকজন। টাকা না দিলে ভয় দেখানো হতো এবং সেই সকল ভয়ের কারণেই তিনি নিজের লাখ টাকার বাড়ি ছেড়ে দুবরাজপুরে আশ্রয় নেন।

Advertisements

ভুবন বাদ্যকর কয়েক মাস আগেই কুড়ালজুড়ি গ্রামের বাড়ি ছেড়ে দুবরাজপুরে বসবাস শুরু করেন। তবে এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, চাঁদার জুলুমের কারণে টাকা না দিলে তার সাধের মোবাইলও কেড়ে নিয়ে চলে যেতেন এলাকার জুলুমবাজরা। দু একবার এমন মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও সেই মোবাইল তারা পড়ে ফেরত দিয়েছেন, কিন্তু বাদাম কাকুর মন থেকে আতঙ্ক যায় নি।

তবে এসবের মাঝেও ভুবন বাদ্যকর নিজের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এইভাবে অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে তিনি বেশিদিন থাকতে পারবেন না বলে জানিয়েছেন সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে। তিনি ওই সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই হয়তো বাড়ি ভাড়া ছেড়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে যাবেন।

Advertisements