নিজস্ব প্রতিবেদন : শিক্ষকদের সম্মান প্রদর্শনেরর জন্য প্রত্যেক বছর ৫ সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ওই দিনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেছে নেওয়া কয়েকজন বিশিষ্ট শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষারত্ন পুরস্কার। প্রত্যেক বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া একাধিক শিক্ষকদের এমন পুরস্কারে পুরস্কৃত করা হয়। আর এই বছর বীরভূম থেকে একমাত্র শিক্ষক হিসাবে শিক্ষারত্ন (Shiksha Ratna Award 2024) পাচ্ছেন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় (Kanchan Bandopadhyay)।
কাঞ্চন বন্দ্যোপাধ্যায় শিক্ষক হিসাবে প্রথম নিজের কর্মজীবন শুরু করেছিলেন ১৯৯৯ সালে। লাভপুরের চৌহাট্টা গ্রামের বাসিন্দা ঐ শিক্ষক প্রথম সহকারী শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন শাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি ২০০৭ সালে মজুমদারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তিনি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত। স্কুলের সামগ্রিক উন্নয়নের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফ থেকে তাকে এমন সম্মানে ভূষিত করা হচ্ছে।
২০০৭ সালে মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ে আসার পর ২০১৩ সাল থেকে তিনি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি প্রধান শিক্ষক। আদিবাসী অধ্যুষিত ওই স্কুলটিতে এসেই তিনি নানান সমস্যা দেখতে পান। সবচেয়ে বড় যে সমস্যা তা হল স্কুলছুট। এর পাশাপাশি স্কুলের পরিকাঠামোও ছিল যথারীতি চিন্তার। তবে এই সমস্ত কিছুর বদল এনে তিনি স্কুলের ভোল বদলে দিয়েছেন। সামগ্রিক উন্নয়নের পরিপ্রেক্ষিতেই তাকে রাজ্য সরকার এমন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন : Ilish Price: দুটি ইলিশ বেচেই বড়লোক, দীঘার বাজারে দাম উঠল প্রায় ১৫ হাজার টাকা
পড়ুয়াদের স্কুলছুট কমাতে তিনি সবচেয়ে বড় যে মাধ্যমকে বেছে নিয়েছেন তাহলো ইউটিউব। ইউটিউব ছোটদের কাছে আকর্ষণের অন্যতম কারণ এবং এখান থেকেই শিক্ষা লাভ করে অনেক কিছু জানা যায় সেই বিষয়টিকেই কাজে লাগিয়েছেন তিনি। এছাড়াও ছোটদের উপযোগী সিনেমা থেকে শুরু করে প্রতি মাসে ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন, সাউন্ড সিস্টেম, ফুটবল দল গঠন করা ইত্যাদি যাবতীয় কাজ করে পড়ুয়াদের স্কুলমুখী করেছেন। পড়ুয়াদের স্কুলমুখী করার পাশাপাশি অভিভাবকদের বোঝানো এবং অভিভাবকদের থেকে পরামর্শ নেওয়ার জন্য তিনি স্কুলে ‘আইডিয়া বক্স’ স্থাপন করেছেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হওয়ার আগেও তিনি মুম্বাইয়ের এনভিএলএ ট্রাস্ট থেকে পেয়েছিলেন রাষ্ট্রীয় শিক্ষারতন অ্যাওয়ার্ড। আর এরপর আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর তিনি রাজ্য সরকারের থেকে পাবেন শিক্ষারত্ন পুরস্কার। ঐদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলায় তার হাতে এমন পুরস্কার তুলে দেবেন। পুরস্কার তিনি তার সদ্য প্রয়াত পিতা গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করতে চান এবং পুরস্কারের অর্থ স্কুলের উন্নয়নের কাজে খরচ করতে চান।