Kanchan Mallik Daughter: চলতি বছরের মার্চ মাসে তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। বর্তমানে তাঁর বয়স ৫৩ বছর। বিয়ের সময় অভিনেতা জানান ৫৩ বছর বয়সে এসে শ্রীময়ী চট্টরাজ ওরফে তাঁর বর্তমান স্ত্রী তাঁকে পূর্ণ করেছেন। আর সেই জন্যই দুজনের ভালবাসার পরিণতির পথে হেঁটেছেন তাঁরা। তবে বিয়ের পর থেকে তাঁদের নিয়ে কম সমালোচনা হয়নি। সেসব দিকে কান না দিয়ে চুটিয়ে প্রেমের বহিঃপ্রকাশ করেছেন দুজনেই। একাধিক ছবি-ভিডিও পোস্ট করে সোস্যাল মিডিয়াতেও ভালবাসার সাক্ষী করেছেন সবাইকে।
বিয়ের পর ৫৩ বছর বয়সী কাঞ্চন (Kanchan Mallik) এবং তাঁর ২৬ বছর বয়সী বর্তমান স্ত্রী শ্রীময়ীকে (Shreemoyi Chattaraj) নিয়ে কম ট্রোলের স্বীকার হতে হয়নি। এরপর এই জুটিকে হানিমুনে মালদ্বীপে যেতেও দেখা গিয়েছে। সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে স্বাভাবিক দাম্পত্য কাটাচ্ছিলেন এই দম্পতি।
আরো পড়ুন: ভিলেন নামে খ্যাত অমরেশ পুরীর নাতি নাকি অভিনেতা, কে তিনি
তবে আবারও সমালোচনার শীর্ষে এলেন এই দম্পতি। গত শনিবারই ঘর আলো করে মা লক্ষ্মীর (Kanchan Mallik Daughter) আগমন হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর ঘরে। অভিনেতা নিজে সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটি করে সকলের সাথে খবরটি ভাগ করে নেন। মেয়ের নামও প্রকাশ করেন একইসাথে। তবে সব কিছু ভক্তদের সাথে ভাগ করে নিলেও শুরু থেকেই অতিথি আসার খবরটা গোপন করে গিয়েছেন দুজনই। তবে দীপাবলির সময়ের একটি ভাইরাল ভিডিও থেকে আন্দাজ করা গেছিল সুখবরটি। তবে সরাসরি কিছুই বলেননি দুজনেই।
এই বিষয়ে কাঞ্চন মল্লিক বলেন তিনি শুরু থেকেই চেয়েছিলেন বিষয়টি গোপন রাখতে। স্ত্রী শ্রীময়ীকেও একই কথা জানান তিনি। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিলে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তখনই সব জানাজানি হয়। তবে অন্নকুটের দিন ঘরে মা লক্ষ্মীর (Kanchan Mallik Daughter) আগমন হয়েছে বলে তাঁর গলায় খুশির সুর শুনতে পাওয়া গেছে। তবে এটি প্রথম নয় এর আগেও দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সাথে এক পুত্র সন্তান রয়েছে কাঞ্চনের।
কাঞ্চন মল্লিক তাঁর সদ্য জন্মানো মেয়ের (Kanchan Mallik Daughter) নাম দিয়েছেন কৃষভি। এর অর্থ জানলে আপনিও বাহবা দিতে বাধ্য হবেন। বিশেষজ্ঞরা বলেন যদি কৃষাভি শব্দ থেকে কৃষভি নামের উৎপত্তি হয় তবে এর সাথে ভগবান কৃষ্ণের এক গভীর যোগ রয়েছে। অনেকের মতে ভগবান কৃষ্ণের এক স্ত্রীর নাম কৃষাভি। আর যদি নামটির উৎস কৃষ্ণাভি ধরা হয় তবে তার অর্থ দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। তবে আক্ষরিক ভাবে দেখতে গেলে এর অর্থ হলো শুভ।