নিজস্ব প্রতিবেদন : রেল দুর্ঘটনার বহু স্মৃতি ভারতীয় রেলের (Indian Railways) সঙ্গে জড়িয়ে রয়েছে। দেশে দিন দিন নতুন নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলেও, দিন দিন দেশে নতুন নতুন ট্রেনের সূচনা হলেও রেল দুর্ঘটনার মত ঘটনা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। আর এরই প্রমাণ দিল নতুন করে দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express Accident)।
শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার পৌনে ন’টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পর রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে এমন দুর্ঘটনাটি ঘটে। এদিন একটি মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির দুর্ঘটনা বাঁধে। যে দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
জানা গিয়েছে, একটি মাল গাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনের দিকে থাকা দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় অজস্র যাত্রীরা আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন ২৫ জন যাত্রী এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে রেল সূত্রে। তবে অন্য একটি সূত্র দাবি করছে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। এমনকি মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কায় মাল গাড়ির প্রচুর কামরা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের একটি কামরা মালগাড়ির কামরার উপর উঠে গিয়েছে। ২৫ ফুট উপরে উঠে গিয়ে বেশ কিছুটা দূরে পড়েছে ওই কামরা। এই কামরাতেই বেশ কিছু যাত্রীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে শিলিগুড়িতে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টির মাঝে এমন রেল দুর্ঘটনায় রীতিমতো উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি যে লাইনে এমন দুর্ঘটনা ঘটেছে সেই লাইনটি হল কলকাতা ও শিলিগুড়ির প্রধান লাইন। এর ফলে ওই লাইনের উপর এমন দুর্ঘটনায় দূরপাল্লার ট্রেনের যাতায়াতের ক্ষেত্র ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ।