নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য করে বিগত কয়েক মাস যাবত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত খবরের শিরোনামে রয়েছেন। কঙ্গনা রানাউতের বিতর্কিত মন্তব্যের পাশাপাশি এবার এই লড়াইয়ে শামিল মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দুজনের বাকবিতন্ডা এমন পরিস্থিতি নিয়েছে যে শেষমেষ কঙ্গনা রানাউত কেন্দ্রের তরফ থেকে ‘Y’ ক্যাটাগরি সিকিউরিটি পেয়েছেন বলে জানা গিয়েছে। ‘Y’ ক্যাটাগরি সিকিউরিটি পাওয়ার পর কঙ্গনা আবার একটি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এখন প্রশ্ন হলো ভারতে কত ধরনের নিরাপত্তা বলয় রয়েছে?
ভারতে মোট চার ধরনের নিরাপত্তা বলয় রয়েছে। এই চারটি নিরাপত্তা বলয় হলো Z+ শ্রেণী, Z শ্রেণী, Y শ্রেণী এবং X শ্রেণী। এখন ভিআইপিদের জনপ্রিয়তা এবং প্রাণের ঝুঁকির বিচারে এই চারটির মধ্যে যেকোনো একটি নিরাপত্তা বলয় প্রদান করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। আর সেই যুক্তিতেই কঙ্গনা রানাউত ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা বলয় পেয়েছেন।
এই ৪টি ক্যাটাগরির নিরাপত্তা বলয়ের নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রূপ (SPG), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং রাজ্য পুলিশের দক্ষ বাহিনী। তবে Z+ শ্রেণী, Z শ্রেণী, Y শ্রেণী এবং X শ্রেণীতে আলাদা আলাদা বিভাগের আলাদা আলাদা সংখ্যক এই নিরাপত্তারক্ষীরা থাকেন।
ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद ? https://t.co/VSbZMG66LT
— Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020
‘Y’ ক্যাটাগরি নিরাপত্তার ক্ষেত্রে কোন বিভাগের কতজন নিরাপত্তারক্ষী থাকেন?
‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা বলয় হলো তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয়ে ১১ জনের কাছাকাছি নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকেন। যাদের মধ্যে একজন অথবা দুজন ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো (NSG) থাকেন এবং বাকি দক্ষ পুলিশ অফিসাররা নিযুক্ত থাকেন। এই ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে SPG, ITBP, CRPF, CISF নিযুক্ত নাও থাকতে পারে। তবে পরিস্থিতির বিচারে সংখ্যার রদবদল হয়। এই ক্যাটাগরির নিরাপত্তা বলয় ভারতের বহু ভিআইপিদের দেওয়া হয়ে থাকে।