আমজনতার পাশে দাঁড়াতে অ্যাম্বুলেন্স চালকের ভূমিকায় কন্নড় অভিনেতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর আংশিক লকডাউন, লকডাউন অথবা প্রশাসনের তরফ থেকে কড়া স্বাস্থ্যবিধি আরোপ করার পর একাধিক অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাচ্ছে নির্জনে কোন দ্বীপে অথবা পাহাড়ে ছুটি কাটাতে।

Advertisements

তবে এই তালিকার বাইরে এমন কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা আমজনতার পাশে থাকার চেষ্টা করছেন এই সংকটের মুহূর্তে। এই তালিকায় সবার উপরে অবশ্যই বলিউডের সোনু সুদ, তারপরেই আরও একটা অভিনেতার খোঁজ পাওয়া গেল যিনি স্বয়ং অ্যাম্বুলেন্স চালকের ভূমিকায় অবতীর্ণ হলেন। করোনা সংকটে যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কোনরকম সংকোচ বোধ না করেই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন।

Advertisements

এই অভিনেতা হলেন কন্নড় সিনেমার অভিনেতা, যে কারণে কন্নড় সিনেমা জগতের বাইরে সেভাবে তিনি পরিচিত নন। তবে বর্তমানে তার এই মহান উদ্যোগ তাকে দেশের প্রতিটি নাগরিকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এই অভিনেতার নাম হল অর্জুন গৌড়া। করোনাকালে এই অভিনেতা বাড়িতে বসে না থেকে অথবা কোথাও ছুটি কাটাতে না গিয়ে ব্যাঙ্গালুরুতে বিপদগ্রস্থ মানুষদের সাহায্য করার জন্য অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। তিনি এখনো অব্দি কোনো বড় স্টার হয়ে উঠতে না পারলেও বর্তমানে তার উদ্যোগ সিনেমার হিরোদের হার মানাবে।

Advertisements

তার এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “দিন কয়েক ধরেই আমি এই অ্যাম্বুলেন্স চালাচ্ছি। আর এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত জনা ছয়েক মানুষের শব বহন করেছি। আমি এবং আমার পরিচিতরা সবসময়ই চেষ্টা করছি যাতে এই সংকটকালে মানুষ অন্তত একটুও সাহায্য পান।” বর্তমানে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাকে সোনু সুদের সাথে তুলনা করছেন।

[aaroporuntag]
প্রসঙ্গত, বর্তমানে বলিউডের যেমন একাধিক অভিনেতা-অভিনেত্রী সুযোগ বুঝে ছুটি কাটাতে মত্ত হয়েছেন ঠিক তেমনই প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, তাপসী পান্নু, এসএস রাজামৌলি, অর্জুন সহ একাধিক সিনেমা জাগতের মানুষরাও এখন এগিয়ে আসছেন সঙ্কটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

Advertisements