পিছু হটলেন করণ জোহর, ইস্তফার ইচ্ছা প্রকাশ ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণে জর্জরিত বলিউড। আর এই স্বজনপোষণের বিতর্কে বারবার নাম জড়িয়েছে করণ জোহরের। আর সেই বিতর্কের জেরে অবশেষে পিছু হটলেন করণ এবং মুম্বই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ (MAMI)-এর বোর্ড থেকে ইস্তফা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন। বলিউডের স্বজনপোষণের বিতর্কে জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Advertisements

Advertisements

সর্বভারতীয় এক সংবাদপত্রের খবর অনুযায়ী, করণ জোহর বোর্ড থেকে ইস্তফা দেওয়ার জন্য ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন MAMI বোর্ডের পরিচালক স্মৃতি কিরণের কাছে। আর পদত্যাগের বিষয়ে করণ জোহরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য MAMI বোর্ডের সভাপতি দীপিকা পাড়ুকোন বোঝানোর চেষ্টা করেছেন বলেও জানা গিয়েছে। তবে তাতে কিছু লাভ হয়নি বলে খবর। বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্ক শুরু হতেই করণ জোহর বিভিন্ন মহল থেকে আক্রমণের মুখে পড়েন। তবে এসময় বলিউডের অন্যান্যদের পাশে পাওয়া যায়নি। যে কারণে তিনি মর্মাহত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisements

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার সাথে সাথে করণ জোহরকে যখন নানান বিতর্কে সম্মুখীন হতে হয় তখন থেকেই তিনি পদক্ষেপ নিতে শুরু করেন। টুইটার থেকে সবাইকে আনফলো করেন কেবলমাত্র ৮ জন ছাড়া। পাশাপাশি ১৪ই জুনের পর থেকে কোনরকম টুইট করতে দেখা যায়নি তাঁকে। তবে করণ জোহরের এদিনের সিদ্ধান্ত নিয়ে সুশান্ত অনুরাগীরা কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাচ্ছেন।

Advertisements