Kashmir to Kanyakumari Train: গড়তে চলেছে ইতিহাস, এবার কাশ্মীর থেকে কন্যাকুমারী ট্রেন ছুটিয়ে নজির গড়বে রেল

Antara Nag

Published on:

Advertisements

Kashmir to Kanyakumari Train: যতই যুগ এগোচ্ছে ততই বিভিন্ন মডেলের গাড়ি লঞ্চ করছে এক একটি অটোমোবাইল কোম্পানি। কিন্তু তাতেও ভারতীয় রেলওয়ের প্রতি আস্থা বিন্দুমাত্র কমছে না সাধারণ মানুষের মধ্যে। তার কারণ একদম কম খরচে এপ্রান্ত থেকে ওপ্রান্তে পৌঁছানোর জন্য সবচেয়ে এবং নিরাপদ মাধ্যমে হলো রেলওয়ে। তাই আজকের আমাদের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হলো ট্রেন। নাহ্! এটি কোন লোকাল ট্রেন নয়, সোজা কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার ট্রেন (Kashmir to Kanyakumari Train)।

Advertisements

ভারতীয় রেলওয়ে এবার এক বিস্ময়কর পদক্ষেপ নিতে চলেছে, যা যাত্রাপথের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। কল্পনাকে বাস্তবে রূপ দিতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সরাসরি ট্রেন (Kashmir to Kanyakumari Train) চালু করার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। কল্পনার এই ট্রেন এখন থেকে মাত্র কয়েক মাস দূরে, আর তারপরই দেশের উত্তরের সীমান্ত থেকে দক্ষিণের সমুদ্রতট পর্যন্ত ট্রেনের ঝমঝম আওয়াজে মুখরিত হবে রেলপথ।

Advertisements

মহাসমারোহে প্রস্তুতি চলছে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য, যখন মাতা বৈষ্ণোদেবীর ত্রিকূট পর্বতের পাদদেশ থেকে কাশ্মীর উপত্যকা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। ভারতীয় রেলওয়ে কাটরা থেকে রিয়াসি পর্যন্ত ১৯ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই রেলপথের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল ৩.২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যার কাজ এখন প্রায় শেষের দিকে। দীপাবলির আগেই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

দেশের উত্তর-দক্ষিণ সংযোগে এই রেলপথ এক অমর দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে। ২০২৩ সালের ডিসেম্বরে সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়, এবং এখন চলছে সিস্টেম ইনস্টলেশন ও ট্র্যাক বসানোর কাজ। আগামী দুই মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হলে, কাশ্মীরের সাথে ভারতের বাকি অংশের সরাসরি রেল সংযোগ গড়ে উঠবে। এ যেন এক নতুন দিগন্তে পা রাখা, যেখানে দেশের সব প্রান্ত থেকে মানুষের সরাসরি পৌঁছানো সম্ভব হবে কাশ্মীরে।

আরও পড়ুন : Railway Apprentice: মাধ্যমিক পাশেই চাকরি সুযোগ, শিক্ষানবিশ নিয়োগ করছে রেল

২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্প ইতিমধ্যেই ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি অংশও দ্রুতগতিতে এগিয়ে চলেছে, আর এর মধ্যেই সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত ৪৪ কিলোমিটার রেললাইন প্রস্তুতির কাজ চলছে। ভারতীয় রেলওয়ের এই সাহসী পদক্ষেপের ফলে, মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে।

ভারতের এই নতুন রেলযাত্রা শুধু যাত্রী পরিবহন নয়, বরং দেশের প্রান্ত থেকে প্রান্তকে আরও কাছে টেনে আনার এক মহৎ উদ্যোগ। কাশ্মীর-কন্যাকুমারী ট্রেন (Kashmir to Kanyakumari Train) চালু হলে তা হবে দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা। এ যাত্রা হবে আনন্দময় এবং বিস্ময়কর, যা মানুষের মননে দীর্ঘস্থায়ী স্মৃতি হয়ে থাকবে।

Advertisements