শর্মিষ্ঠা চ্যাটার্জী : বলিউডের বিখ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বর্তমানে দর্শকদের জল্পনার কেন্দ্রবিন্দু। কারণটা নিশ্চয়ই আর আলাদা করে বলার প্রয়োজন পড়বে না। ভিকি কৌশলকে বিয়ের পর থেকেই সবার নজর ক্যাটরিনার দিকে। তবে বর্তমানে এই অভিনেত্রীকে আপাদমস্তক বেশি ভারতীয় বলেই মনে হয়ে থাকে কিন্তু সেই জায়গায় নিজেকে নিয়ে আসতে কম কষ্ট করতে হয়নি অভিনেত্রীকে।
১৯৮৩ সালে চিনের হংকং শহরে জন্ম হয়েছিল অভিনেত্রীর। মা বাবা নাম রেখেছিল ক্যাটরিনা তুরকোত্তে। মা বাবার বিবাহ বিচ্ছেদের প্রভাব পড়েছিল ক্যাটরিনার জীবনে। পড়াশোনা বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি অভিনেত্রী। তারপর চিন ছেড়ে লন্ডনে পা রাখেন অভিনেত্রী। সেখান থেকেই ক্যাটরিনার মডেলিংয়ের জগতে প্রবেশ ঘটে। লন্ডনের নাগরিকত্ব ও পেয়ে গিয়েছিলেন তিনি।
ভারতীয় চলচ্চিত্র পরিচালক কাইজাদ গুস্তাত একটি লন্ডনের ফ্যাশন শোতে প্রথম দেখেন ক্যাটরিনাকে। ক্যাটরিনাকে দেখার পরই তিনি ছবির অফার দিয়ে বসেন। তারপরেই বলিউডের যাত্রা শুরু হয় তাঁর। ২০০৩ সালে বলিউডে ‘বুম ‘ছবিতে প্রথম তিনি অভিনয় শুরু করেন। তারপরেই দ্রুত বাড়তে থাকে তাঁর পরিচিতি। অল্প কিছুদিনের মধ্যেই সারা বলিউড চিনে ফেলে ক্যাটরিনাকে।
তবে বর্তমানে ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা করে তুলতে নিজেকে কম কষ্ট করতে হয়নি। ক্যারিয়ারের প্রথমের দিকের ক্যাটরিনার ছবির সাথে বর্তমানে অনেক পার্থক্য। চেহারা এত বেশি নিটোল ছিলনা। পূর্বে অভিনেত্রীর গায়ের রং অনেক বেশি উজ্জ্বল ছিল। পুরোটাই নিজেকে ভারতীয় করে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে।
নিজের চুলের স্টাইল, গায়ের রঙ, মে কাপ, পোশাক সবেতেই যথেষ্ট পরিবর্তন এনেছেন অভিনেত্রী। দীর্ঘদিন যাবত ভারতে বসবাস করে নিজেকে এই দেশের সাথে মানিয়ে নেওয়ার যথাসম্ভব চেষ্টা করেই গেছেন। বর্তমানে তাঁর ত্বক ভারতীয়দের মতোই কিছুটা ডার্ক হয়েছে।
ভারী শরীর থেকে ক্রমে ক্রমে নিজেকে একেবারে ছিপছিপে বলি নায়িকাদের মতো তৈরি করেছেন তিনি। বর্তমানে বেশিরভাগ অনুষ্ঠানের ক্ষেত্রে শাড়িতেই বেশি দেখা যায় ক্যাটরিনাকে।