১৭ লাখের লেহেঙ্গার সঙ্গে ৭ লাখের আংটি, ভি-ক্যাটের বিয়ের সাজের তালিকা চমকপ্রদ

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : সদ্য বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলি জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। বহুমূল্য বিলাসবহুল রাজস্থানের রিসোর্টে ধুমধাম করে সাত পাঁকে বাঁধা পড়লেন বলিজুটি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে বিয়ের ছবিগুলি। দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের অসাধারণ মুহূর্তের ছবিগুলি অনুরাগীদের সামনে তুলে ধরেছেন। আর তাতেই চোখ যেন সরে না বিয়ের সাজ দেখে। বিয়ের লেহেঙ্গা, ওড়না থেকে শুরু করে বরের পাগড়ি সবই যেনো আলাদাই দৃষ্টি আকর্ষণ করছে ভক্তদের।

Advertisements

বলিউডের সমস্ত বিয়ের সাজই জাঁকজমক ছাড়া সম্পূর্ণ হয় না। সেই সব্যসাচী মুখার্জির হাতে তৈরি পোশাকের সেজে উঠেছিলেন এই জুটি। তাঁর জাদুতে প্রতিটি পোশাক যেনো অন্যমাত্রা লাভ করে। ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে সমস্ত সাজের মূল্য শুনলে চমকে উঠবেন। তাহলে জেনে নিন এই হেভিওয়েট বিয়েতে ঠিক কি কি মূল্যের জিনিস ব্যবহার করা হয়েছিলো।

Advertisements

১) যে লেহেঙ্গাটি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী তার দাম ছিল ১৭ লাখ টাকা।

Advertisements

২) বিয়ের দিন যে বহুমূল্য আংটিটি ক্যাটের আঙ্গুলে ভালোবাসার চিহ্ন স্বরূপ পরিয়ে দিয়েছেন ভিকি তার মূল্য ৯ হাজার ৮০০ ডলার, ভারতীয় মুদ্রার হিসেবে যা দাঁড়ায় ৭.৪ লাখ টাকা।

৩) রাজকীয় লেহেঙ্গার সাথে মানানসই সব বহুমুল্যের গহনাতে সেজেছিলেন অভিনেত্রী। হাত, কান, গলা মিলিয়ে ২২ ক্যারেটের সোনা আর তার সাথে আনকাট হিরেতে বিশেষভাবে সেজেছিলেন ক্যাট।

৪) ক্যাটের ওড়নাটি তৈরি করা হয়েছিল সোনা রুপোর ফোঁড় তুলে সম্পূর্ণটাই হাতে বুনে। ওড়নাতে পাঞ্জাবি ছোঁয়া স্পষ্ট ছিল।

৫) এছাড়াও অভিনেত্রীর হাতে ছিল সব্যসাচীর তৈরি নিজস্ব হেরিটেজ মুক্তার কালেকশন দিয়ে তৈরি বিশেষ ধরনের গয়না।

বর ভিকিও কিন্তু কিছু কম যাননি। কনের সাথে মানিয়েই সমস্ত কিছু পরানো হয়েছিল ভিকিকে। তার মধ্যে রয়েছে

১) সব্যসাচীর তৈরি আইভরি রঙের সিল্কের শেরওয়ানি, পাঞ্জাবিতে লাগানো ছিল সব্যসাচীর আইকনিক কালেকশন। এমব্রয়ডারি করা তসর জর্জেটের তৈরি শাল।

২) ভিকি গলায় পরেছিলেন এমারেল্ড রত্নের তৈরি নেকলেস। ব্রিলিয়ান্ট কাট ও রোজ কাটের হীরের সাথে রয়েছে কোয়ার্টজ ও টার্মালাইন্সের মত বহুমূল্য রত্ন। ১৮ ক্যারেটের সোনার গয়নাও ছিল সেই তালিকায়।

বৃহস্পতিবার রাজস্থানের ৭০০ বছরের পুরনো দূর্গতে কিছু কাছের বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে নিয়ে বিয়ে সম্পন্ন হয় এই জুটির। সাদা ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে এসেছিলেন ভিকি। বিয়েতে আয়োজন ও ছিল এলাহী। এখন থেকেই গুঞ্জন শোনা গিয়েছে মালদ্বীপে হানিমুনে যাবেন ওই জুটি।

Advertisements