আজ কৌশিকি অমাবস্যা, পঞ্জিকা ছাড়াই জেনে নিন শুভক্ষণ

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভাদ্র মাসের এই তিথি বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ। যে সকল মানুষেরা ধর্ম, তন্ত্র, মন্ত্র, সাধনা এবং ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে বিশেষ করে। কারণ ভাদ্র মাসের এই তিথি হল প্রসিদ্ধ কৌশিকি অমাবস্যা। আর কৌশিকি অমাবস্যার সাথে তারাপীঠের অঙ্গাঅঙ্গি সম্পর্ক। কৌশিকী অমাবস্যা নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে, যেসকল পৌরাণিক কাহিনীতে উঠে আসে পরাক্রমশালী অসুর শম্ভু নিশুম্ভকে হ’ত্যা করার কাহিনী। এছাড়াও এই তিথিকে কেন্দ্র করে উঠে আসে তারা মায়ের একনিষ্ঠ সাধক বামাক্ষ্যাপার কাহিনী। আর এই তিথি কেবলমাত্র হিন্দুশাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ।

Advertisements

Advertisements

প্রতিবছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে দেশের অন্যতম শক্তিপীঠ বীরভূমের তারাপীঠে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় তারাপীঠের এবছরের কৌশিকী অমাবস্যার ছবিটা সম্পূর্ণ আলাদা। আর এই ফারাক মূলত গড়ে উঠেছে করোনা প্রকোপের কারণে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই তারাপীঠ মন্দির কমিটি, টিআরটিএ এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে তারাপীঠ মন্দির সাধারণ ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এবছর তারাপীঠ মহাশ্মশানে কোনরকম যজ্ঞের আয়োজন হবে না। কেবলমাত্র রীতি মেনে তারা মায়ের আরাধনা করা হবে।

Advertisements

চলুন দেখে নেওয়া যাক চলতি বছরের কৌশিকী অমাবস্যার শুভক্ষণ

ভাদ্রপদা অমাবস্যা : ১৮ই আগস্ট ২০২০। ১৮ই অগাস্ট সকাল ১০:৪১ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ১৯ অগাস্টের সকাল ৮:১২ মিনিটে।

Advertisements