নিজস্ব প্রতিবেদন : কৌশিকী অমাবস্যায় প্রতিবছর তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীদের সমাগম ঘটে। করোনাকালে দু’বছর বিধিনিষেধ জারি থাকার কারণে এই সমাগমে ভাঁটা পড়েছিল। তবে চলতি বছর সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে যাওয়াই ফের আগের ছন্দে ফিরেছে তারাপীঠ। শুক্রবার সকাল থেকেই তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হতে দেখা যায়।
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রচুর মানুষের সমাগম হওয়ার কারণে সব কিছুরই চাহিদা থাকে তুঙ্গে। হোটেল থেকে শুরু করে গণপরিবহন সবকিছু ধীরে টইটম্বুর অবস্থায় দেখা যায়। এই পরিস্থিতিতে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় তার জন্য পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। রবিবার পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।
হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই বিশেষ মেল/এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন ভোর বেলায় হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। রামপুরহাট থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১টায় ট্রেনটি হাওড়ার দিকে রওনা দেবে।
হাওড়া-রামপুরহাট স্পেশাল মেল/এক্সপ্রেসের সময়সূচি : হাওড়া থেকে এই স্পেশাল ট্রেনটি ছাড়ার সময় ৫ টা ৪৫ মিনিট। মাঝে স্টপেজ দেবে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, সাঁইথিয়া এবং শেষ স্টপেজ রামপুরহাট। রামপুরহাট পৌঁছাবে সকাল ৯:৫০ মিনিটে।
রামপুরহাট-হাওড়া স্পেশাল মেল/এক্সপ্রেসের সময়সূচি : রামপুরহাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১১ টা ৩০ মিনিটে। মাঝে স্টপেজ দেবে সাঁইথিয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, ব্যান্ডেল, শেওড়াফুলি এবং হাওড়া পৌঁছাবে দুপুর ৩টে ৫৫ মিনিটে।
এই ট্রেন দুটি ১০টি কোচ বিশিষ্ট ট্রেন। আটটি দ্বিতীয় শ্রেণি এবং দুটি চেয়ার ক্লাস রয়েছে। স্পেশাল ট্রেন হওয়ার কারণে বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের।