Kavach System From Howrah: আর হবেনা ট্রেন দুর্ঘটনা! হাওড়া থেকে এই দুই রুটে বিশেষ ব্যবস্থা রেলের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর জুন মাসে ভয়াবহ রেল দুর্ঘটনা দেখেছিল গোটা দেশ। উড়িষ্যার বালাসোরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমন্ডল এক্সপ্রেস সহ যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। যে রেল দুর্ঘটনায় নিচের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৩০০-র কাছাকাছি। ঠিক এক বছর কাটতে না কাটতেই ফের এক রেল দুর্ঘটনা বাংলার বুকে, আর এবার দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ি। এবারের রেল দুর্ঘটনাতেও মৃত্যু এড়ানো যায়নি। মারা যান ১১ জন।

Advertisements

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ছেড়ে রাঙাপানি ও নিচবাড়ি রেলস্টেশনের মাঝে পৌঁছানোর সময় একটি মালগাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার পর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্ন ওঠে এত উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে একটি মালগাড়ি একটি এক্সপ্রেস ট্রেনকে এসে ধাক্কা মারল?

Advertisements

দুর্ঘটনা এড়াতে রেলের উন্নত যে ব্যবস্থা রয়েছে তার নাম হলো কবচ (Kavach System)। কবচ ব্যবস্থা সম্পর্কে আমরা অনেকেই জানি। এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে যদি দুটি ট্রেন একই লাইনে চলে আসে, মুখোমুখি হোক অথবা পিছন থেকে, কোনভাবেই ট্রেন দুটি একে অপরকে ধাক্কা মারবে না। এই ধরনের ঘটনায় ট্রেন দুটি স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষে দাঁড়িয়ে যাবে। কিন্তু এমনটা যদি কাঞ্চনজঙ্ঘার রুটে হতো তাহলে এই দুর্ঘটনা হতো না।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Senior Seat: সিনিয়র সিটিজেনদের টিকিটের নিয়মে বদল রেলের, এবার মিলবে আরো বেশি সুবিধা

কাঞ্চনজঙ্ঘা যে রুটে যাতায়াত করে ওই রুটে এখনো কবজ ব্যবস্থা চালু হয়নি। তবে এই রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রীতিমত নড়েচড়ে বসতে দেখা যায় এবং কবচ ব্যবস্থা যাতে দ্রুত বিভিন্ন রুটে চালু করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। শনিবার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দ্রুত কবচ ব্যবস্থা ইন্সটলের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি কবচ ৪.০ ভার্সন খুব তাড়াতাড়ি চালু করা হবে। বর্তমানে যে ভার্সন চালু রয়েছে তা হল কবচ ৩.২।

অন্যদিকে কবচ ব্যবস্থা নিয়ে রেল সূত্রে বাংলার জন্য একটি খুশির খবর পাওয়া গিয়েছে। আর সেই খুশির খবরটি হল, আগামী ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই হাওড়া থেকে দিল্লি এবং হাওড়া থেকে মুম্বাই এই দুই রুটে কবচ বসানোর কাজ শেষ করে দেবে ভারতীয় রেল। এই দুটি গুরুত্বপূর্ণ রুট কবচ দিয়ে মুড়ে ফেলা হলে আর মুখোমুখি অথবা পিছন থেকে ধাক্কা মেরে দুর্ঘটনার মত ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে। যাত্রীরা নিশ্চিন্তে সফর করতে পারবেন তাদের ট্রেন সফর।

Advertisements