Filling Petrol: সাধারণত সর্বদাই লক্ষ্য করা যায় পেট্রোল পাম্পগুলিতে খুবই যত্নের সঙ্গে পেট্রোল ভরা হয়। কিন্তু বর্তমানে পেট্রোল এবং ডিজেলের প্রতারণা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যখনই দেখি মিটারে শূন্য সংখ্যা রয়েছে তখনই আমরা নিশ্চিন্ত হয়ে যাই। কিন্তু এরপরেও বিভিন্ন পেট্রোল পাম্প থেকে আমাদের ঠকতে হয়। সাধারণ মানুষের স্বভাব হলো পেট্রোল এবং ডিজেল করার সময় মিটারের দিকে লক্ষ্য করা, যদি মিটারে সব সংখ্যা শূন্য হয় তাহলে আমরা নিশ্চিন্ত হই। কিন্তু এটাই কি সঠিক পদ্ধতি? এই পদ্ধতি সকলে কি পালন করে?
পেট্রোল পাম্পে গিয়ে যখনই আপনি তেল ভরান (Filling Petrol) যত লিটার বা টাকার পেট্রোল বলবেন, পাম্পে থাকা কর্মী আপনার কথা মত গাড়িতে সেটাই ভরবে। এর ফাঁকেই জোচ্চুরি চলে তা আমরা বুঝতেও পারি না। বিশেষ কিছু বিষয় খেয়াল রাখলে আপনি সহজেই পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল এবং ডিজেল ভরানোর সময় প্রতারণা এড়াতে পারবেন। অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো।
পেট্রোল পাম্পে তেল ভরাতে (Filling Petrol) গিয়ে সাধারণত মানুষ ১০০, ২০০ এবং ৫০০ টাকার রাউন্ড ফিগারে তেল ভরাতে চান। সেই কারণে পেট্রোল পাম্প মালিকরা মেশিনে রাউন্ড ফিগার ঠিক করে রাখেন। গ্রাহকদের প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কখনোই রাউন্ড ফিগারে তেল ভরাবেন না পেট্রোল পাম্পে গিয়ে। তবে সব সময় খেয়াল রাখবেন রাউন্ড ফিগার থেকে ১০ টাকা কিংবা ২০ টাকা বেশি তেল ভরাবেন। লিটারের হিসেবে পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরালে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম। আর হাতে খুচরো না থাকলে অনলাইন পে করে দিন।
আরো পড়ুন: গাড়ির ইঞ্জিনকে ক্ষতির হাত থেকে বাঁচান, ব্যবহারের আগে দেখে নিন তেলের গুণগত মান
তবে এই ঘটনা আশা করি সব জায়গার পেট্রোল পাম্পে হয় না। এমন কিছু পেট্রোল পাম্প আছে যেখানে এমন ঠকবাজি ব্যবসা করা হয়। পেট্রোল সবসময় শুধুমাত্র ডিজিটাল মিটারযুক্ত পাম্পে ভরানো উচিত। পুরনো পেট্রোল পাম্পের মেশিনগুলোও পুরনো। সেই কারণে মেশিনে কম পেট্রোল ভর্তি হওয়ার আশঙ্কা বেশি। যখন পেট্রোল ভরাতে পেট্রোল পাম্প যাবেন সর্বদাই খেয়াল রাখবেন মিটার শূন্য সেট করা আছে কিনা।
পেট্রোল এবং ডিজেল ভরানোর (Filling Petrol) সময় গাড়ির থেকে মানুষ নিচে নামেন না এবং এটাই হলো তাদের সবথেকে বড় ভুল। পেট্রোল পাম্পের মালিক থেকে শুরু করে কর্মীরা এই সুযোগেরই সদ্ব্যবহার করে। মিটারের সামনে যদি আপনি গিয়ে দাঁড়ান তাহলে তারা কারচুপি করার সুযোগ পাবে না। মনে রাখবেন, মিটার রিডিং সব সময় 0.00 হওয়া উচিত। ভেন্ডিং মেশিন ভেরিফিকেশন সার্টিফিকেট চাইলে যাচাই করতে পারেন।