Tips to Buy AC: এসি কেনার সময় কারো বাপের ক্ষমতা নেই ঠকানোর! শুধু জানতে হবে এই ৫ টিপস

Prosun Kanti Das

Published on:

Keep these few tips in mind to buy AC online: জামা কাপড় হোক বা ইলেকট্রনিক গেজেট আমাদের ব্যস্ত জীবনে অনলাইন শপিংই একমাত্র ভরসা। মানুষের চাহিদা বুঝে প্রস্তুত ই-কমার্স সাইটগুলিও। বিভিন্ন কেনাকাটার উপর একাধিক অফার নিয়ে হাজির ই-কমার্স সাইটগুলি। গরমের হাত থেকে বাঁচতে এসি কেনার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু দোকানে গিয়ে গুনাগুন বিচার করে এসি কেনার সময় পাচ্ছে না অনেকেই। সেক্ষেত্রে অনলাইন শপিংকেই ভরসা করতে হচ্ছে। অনলাইন শপিং করা অনেক সহজ ও সময় সাশ্রয়ী, কিন্তু কিছু ক্ষেত্রে ঝুঁকিও থাকতে পারে। কয়েকটি সাধারণ বিষয় (Tips to Buy AC) খেয়াল রাখলে, অনলাইন শপিং এর ক্ষেত্রে আর কোনো ঝুঁকির মুখে পড়তে হবে না গ্রাহককে।

1. অনলাইন শপিং এর চাহিদার কারণে একাধিক ই-কমার্স সাইট অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। এই সুযোগ নিয়ে একাধিক ভুয়ো ওয়েবসাইটও খোলা রয়েছে ইন্টারনেটে। কেনাকাটা করার সময় সবার প্রথমে যাচাই করে নিতে হবে আপনি যে ই-কমার্স সাইটটি ব্যবহার করছেন সেটা রেজিস্টার্ড কিনা (Tips to Buy AC)। কোন ওয়েবসাইটে ঢুকে এসির দামে লোভনীয় ছাড় দেখে বিচার বিবেচনা না করে অর্ডার করে ফেলবেন না। অনলাইন শপিং সব সময় বিশ্বস্ত পরিচিত সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই করবেন।

2. এসি তুলনামূলক দামি প্রোডাক্ট। তাই কেনার আগে সব দিক ভালো করে যাচাই (Tips to Buy AC) করে নেওয়া উচিত। এসি বিক্রয়কারী সংস্থা ও প্রস্তুতকারক কোম্পানি দুটো আলাদা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এসির সাথে একাধিক ইলেকট্রনিক পার্টস এবং ইনস্টলেশনের বিষয়টি যুক্ত থাকে। তাই অনলাইনে এসি অর্ডার করার আগে বিক্রয়কারী সংস্থা ও প্রস্তুত কারক কোম্পানি উভয়ের রেটিং অবশ্যই যাচাই করে নেবেন। এই সংস্থা থেকে জিনিস কেনার ব্যাপারে অন্যান্য গ্রাহকদের অভিজ্ঞতা কেমন তাও যাচাই করে নেবেন পাবলিক রিভিউ দেখে।

3. এসি কেনার আগে তার ফিচার গুলি ভালো করে যাচাই (Tips to Buy AC) করে নিতে ভুলবেন না। এসির কুলিং মোড, পাওয়ার সেভিং মোড, ক্যাপাসিটি সব কিছুই যাচাই করে নেওয়া প্রয়োজন। ই-কমার্স ওয়েব সাইটে গিয়ে নির্দিষ্ট কোম্পানির এসির প্রোডাক্ট স্পেসিফিকেশন অপশনে ক্লিক করলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়া কোন এসিটি আপনার জন্য উপযুক্ত তা জানার জন্য কিছু ক্ষেত্রে ইউটিউব ভিডিওরও সাহায্য নিতে পারেন।

আরও পড়ুন 👉 Tricks to Reduce Electric Bill: সারাদিন এসি চালিয়েও কম আসবে বিল, শুধু মানতে হবে এই ৮ ট্রিকস

4. অনেক বেশি ছাড় পাচ্ছেন বলেই অর্ডার করবেন না । কোম্পানির তরফ থেকে ছাড় দেবার নির্দিষ্ট সীমা রয়েছে। তার চেয়ে বেশি আকর্ষণীয় ছাড় দেখলে অর্ডার করার আগে একবার যাচাই (Tips to Buy AC) করে নিন।

5. অনলাইনে এসি কেনার সময় ওয়ারেন্টি পিরিয়ড সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন। এসির কোন কোন পার্টসের উপর ওয়ারেন্টি রয়েছে, আদৌ কোন ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করছে কিনা তা অবশ্যই যাচাই (Tips to Buy AC) করবেন। অথবা কোন পার্টস খারাপ থাকলে তা সাড়াই এর ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য রয়েছে সবকিছু ভালো করে দেখে নেবেন ই কমার্স ওয়েবসাইটটিতে।

6. এসি (Tips to Buy AC) যেহেতু দামি প্রোডাক্ট, তাই বেশ অনেকগুলো টাকা একবারে পেমেন্ট করতে হয়। অনলাইন পেমেন্ট করে জিনিস কিনতে চাইলে আপনার পরিচিত বিশ্বস্ত মাধ্যম থেকেই অনলাইন পেমেন্ট করবেন। ভুল ওয়েবসাইটের সাহায্য নিলে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা তো রয়েছেই, তাছাড়া ব্যাংকিং ডিটেলস ফাস হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে।