Maha Kumbh Mela 2025: মহাকুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা আছে? জানুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Maha Kumbh Mela 2025: চলতি বছরে প্রয়াগরাজে আয়োজিত হওয়া মহাকুম্ভমেলা শেষ এবং প্রথম কুম্ভ মেলা। কারণ ১৪৪ বছর পরে বসেছে মহাকুম্ভমেলা এবং আবারো ১৪৪ বছর পরেই হবে এই মহাকুম্ভ। সাধারণ কুম্ভমেলার সঙ্গে এর তফাৎ হল এই মেলা একাধারে পূর্ণকুম্ভমেলা যেটি প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে হয়। এর সাথে যুক্ত হয়েছে একটি বিশেষ যোগ। সেই কারণেই পূ্র্ণকুম্ভমেলা ‘মহাকুম্ভ’এ পরিণত হয়েছে।

Advertisements

আগে যে শহরটি সকলের কাছে এলাহাবাদ নামে পরিচিত ছিল, তার বর্তমান নাম হলো প্রয়াগরাজ। প্রয়াগতীর্থের শহর প্রয়াগরাজ যা আগে পরিচিত ছিল ইলাহাবাদ নামে, সেখানে ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে সেই মহাকুম্ভের মেলা। এইমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বহু মানুষের ভিড় জমেছে এই কুম্ভমেলায় (Maha Kumbh Mela 2025)। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে ভিড় জমায় পুণ্য অর্জনের জন্য। বাংলা থেকেও বহু পুণ্যার্থীর ভিড় হয়েছে কুম্ভমেলায়, এখনো অনেকেরই যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু মেলায় যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখা উচিত।

Advertisements

সমাজমাধ্যমে বেশ কিছুদিন ধরেই কুম্ভমেলার (Maha Kumbh Mela 2025) বিভিন্ন ছবি সামনে উঠে আসছে। এর পাশাপাশি জানা যাচ্ছে যে, একই সঙ্গে কোথায় কী সুবিধা, কোথায় গেলে অসুবিধা হতে পারে, তা-ও বিস্তারিতভাবে জানা যাচ্ছে এই প্রতিবেদনে। আপনারাও যদি যেতে চান তবে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

Advertisements

যান চলাচল বন্ধ: যতদিন কুম্ভমেলা (Maha Kumbh Mela 2025) চলবে ততদিন পুণ্যস্নানের পর্ব থাকে মোট ছ’টি, একে বলা হয় শাহী স্নান। দুটি স্নান ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং বাকি আছে আরও চারটি। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন যে শাহী স্নানটি হবে তার দু’দিন আগে এবং পরের দু’দিন অর্থাৎ ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যানবাহন চলবে না বলে খবর। পাশাপাশি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনও যে শাহী স্নান হবে, তার দু’দিন আগে থেকে পরবর্তী দু’দিন ১-৫ ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহনের সমস্যা থাকবে। ওই বিশেষ সময়ে প্রয়াগরাজে ভিড় বেশি থাকবে। নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রির দিনও শাহী স্নান চলবে। প্রশাসনের পক্ষ থেকে ওই সময়ের যান চলাচল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।

স্টেশন বন্ধ: প্রয়াগরাজ সঙ্গম স্টেশন শাহী স্নানের দু’দিন আগে বন্ধ করে দেওয়া হবে । এটিই কুম্ভমেলায় (Maha Kumbh Mela 2025) আসার নিকটতম স্টেশন। তবে প্রয়াগ জংশন এবং ঝূঁসি স্টেশন খোলা থাকবে। পুণ্যার্থীরা চাইলে সেখান থেকে যাতায়াত করতে পারবে।

কমাতে হবে বোঝা: ভ্রমণ মানেই লাগেজ হবে সেটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাওয়ার সময় বেশি লাগেজ কিংবা বোঝা না করাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মাথাপিছু একাধিক ব্যাগের বোঝাও বইতে হচ্ছে। কুম্ভমেলায় গেলে এইসব বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে। যেহেতু এখানে লোকসংখ্যা প্রচুর তাই থাকার জায়গা এবং বোঝা দুই খুবই চিন্তার বিষয়।

আরামদায়ক পোশাক পরতে হবে: কুম্ভমেলা মানে বাইরেই বেশিক্ষণ থাকতে হবে তাই আরামদায়ক পোশাক পরা একান্ত প্রয়োজনীয়। এমন পোশাক কখনোই পড়বেন না যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। পোশাক জলেও ভিজে যেতে পারে। তাই হালকা, ঢিলেঢালা এবং সহজে শুকিয়ে যাবে, এমন পোশাক পরুন। তবে ইলাহাবাদে ঠান্ডা রয়েছে। এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে।

মোবাইল নেটওয়ার্ক: আরেকটি কথা মাথায় রাখতে হবে মোবাইলের নেটওয়ার্ক পেতে সমস্যা হতে পারে। যদি একটি সিম কাজ না করে বিকল্প হিসেবে অন্য সিম নিয়ে যেতে হবে। এইসব ব্যবস্থা কুম্ভমেলায় যাওয়ার আগেই করে যাবেন।

হারিয়ে গেলে: মহাকুম্ভের মেলাক্ষেত্র (Maha Kumbh Mela 2025) ঘিরে ১০টি ওয়াচ টাওয়ার বা নজরমিনার আছে। জনগণের ভিড় হবে সেটাই স্বাভাবিক তাই হারিয়ে গেলে ওই নজরমিনার থেকে নাম ঘোষণা করানোর ব্যবস্থা আছে। মূল সঙ্গমক্ষেত্রের জন্য যেতে হবে ১ নম্বর মিনারে।

শৌচালয়: উত্তরপ্রদেশ সরকার এই বিশেষ সময়ের জন্য শহর জুড়ে ২ লক্ষ শৌচালয় করেছে। সঙ্গমক্ষেত্রের যেখানে সংবাদমাধ্যমের গাড়ি পার্কিংয়ের জায়গা করা রয়েছে, তার পিছন দিকেই পরিচ্ছন্ন ৫০টি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের শৌচালয়ের রং গোলাপি এবং পুরুষদের শৌচালয়ের রং নীল।

পাওয়ার ব্যাঙ্ক: যদি কোন কারণে মোবাইলের চার্জ ফুরিয়ে যায় তাহলে চিন্তার বিষয়। তাই অবশ্যই সাথে রাখুন পাওয়ার ব্যাঙ্ক।

জল: কুম্ভমেলায় (Maha Kumbh Mela 2025) গেলে হাঁটতে হবে অনেকটাই। বেশি হাঁটার ফলে শরীরে আর্দ্রতা কমে যেতে পারে। বিশেষ করে বয়স্কদের। তাই সব সময় সঙ্গে জলের বোতল রাখুন। মিনারেল ওয়াটার খেতে থাকুন।

খাবার: মহাকুম্ভক্ষেত্রের চারপাশেই বহু লঙ্গরখানা তৈরি হয়েছে। বিভিন্ন স্বাদের খাবার এই লঙ্গরখানায় পাওয়া যাবে। বাইরে নানা রকম খাবারের দোকানও আছে। তবে শরীর যাতে খারাপ না হয় এমন ধরনের খাবারই খাওয়া উচিত।

আরও পড়ুন:Maha Kumbh 2025Maha Kumbh 2025: মহাকুম্ভে স্নানের দরকার নেই, যাওয়া খরচ থেকে হোটেল ভাড়া শুনলে ঘামে স্নান করে যাবেন

ভিড়: সর্বদাই চেষ্টা করুন একজোট হয়ে থাকার। ভিড়ের মুখে পড়লে সমস্যা হতে পারে। সঙ্গী কিংবা সঙ্গীদের হাত ছাড়বেন না। চেনার সুবিধার জন্য মাথায় একই রঙের টুপি পরুন। অথবা হাতে রাখুন এক রঙের ছোট পতাকা। যাতে ভিড়ের মধ্যেও তা থেকে সঙ্গীকে বা সঙ্গীদের খুঁজে নিতে পারেন।

অটো, টোটো বা অ্যাপ ক্যাব নেই: মহাকুম্ভ মেলাক্ষেত্র তো বটেই, তার সংলগ্ন এলাকাগুলিতেও অটো, টোটো পাওয়ার সম্ভাবনা নেই। অ্যাপ মারফত ট্যাক্সি সংরক্ষণেরও সুবিধা নেই।

লকার বা ক্লোকরুম নেই: কুম্ভমেলায় গেলে স্টেশনের লকার বা ক্লোকরুম নিয়ে জিনিসপত্র রাখতে পারবেন তেমন ভাবার কোন কারণ নেই। এই ধরনের সুবিধা পাওয়া যাবে না।

নরম আরামদায়ক জুতো পরুন: মেলায় হাঁটতে হবে সেটাই স্বাভাবিক, তাই আরামদায়ক জুতো কেনা বাঞ্ছনীয়। তাহলে হাঁটতে অনেকটাই সুবিধা হবে।

হাঁটতে হবে: আপনি যদি মেলায় (Maha Kumbh Mela 2025) ট্রেনে আসেন, তবে অন্তত ৬-৮ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হতে পারে। ১০ কিলোমিটার রাস্তাও হাঁটতে হতে পারে। সঙ্গের মালপত্র নিয়ে তবেই হাঁটতে হবে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় :
  • ক) সঙ্গে গুরুত্বপূর্ণ নথি কিংবা গয়না থাকলে সামলে রাখুন।
  • খ) কোন অচেনা লোকের ওপরে চট করে বিশ্বাস না করাই ভালো।
  • গ) ‘স্নানের ক্ষেত্র’ বলে চিহ্নিত নয়, এমন কোন জায়গায় কখনো স্নান করবেন না।
  • ঘ) মেলাতে গিয়ে রাস্তাঘাটে যার তার কাছ থেকে কখনো প্রসাদ গ্রহণ করবেন না।
  • ঙ) রাস্তার ধারের স্টলের খাবার এড়িয়ে চলাই ভাল।
Advertisements