Investment on SIP: ১০ বছরে ৩০ লাখ পাওয়ার দারুণ সুযোগ SIP-তে! দেখে নিন জমার পরিমাণ

Keep this amount for investment on SIP to get 30 lakhs in 10 years: আয়ের অর্জিত অর্থ কিভাবে সঞ্চয় করা যায় এই নিয়ে নানান মুনির নানান মত রয়েছে। মোটা অংকের সঞ্চয় করার একটি উপায় এসআইপি (Investment on SIP)। এই প্ল্যানে আর্থিক আর্থিক আয় নির্ভর করে সময়সীমার উপর। দীর্ঘ মেয়াদে চক্রবৃদ্ধি হারে আয়ের সুবিধা পান বিনিয়োগকারীরা। মুদ্রা স্মৃতির কথা মাথায় রেখে দীর্ঘ মেয়াদে অর্থ বিনিয়োগ করা জরুরি।

SIP-এর অনন্য বৈশিষ্ট্য হল রুপি কস্ট অ্যাভারেজিং, যেখানে আপনি বাজার কম হলে বেশি ইউনিট কিনবেন এবং বাজার বেশি হলে কম কিনবেন। এটি SIP-এর অন্তর্নিহিত বৈশিষ্ট্যের কারণে, যেখানে প্রতিটি বাজার সংশোধনের সময়, আপনি আরও বেশি কিনবেন, আপনার বিনিয়োগের খরচ কমিয়ে এবং উচ্চতর লাভ হবে।

৩০ লাখ টাকা রিফান্ডের ক্ষেত্রে প্রতিমাসে কত টাকা এসআইপি (Investment on SIP) করা প্রয়োজন সেটি নিয়ে আমরা আলোচনা করবো। উক্ত অংকের টাকা রিফান্ডের ক্ষেত্রে প্রতিমাসে ১২৭৫৯ টাকা SIP করতে হবে। ১০ বছর বিনিয়োগের মেয়াদ হলে রিটার্ন ১২ শতাংশ ধরে নেওয়া যায়।

প্রকৃত অর্থে দশ বছরে ১৫ লাখ টাকা বিনিয়োগ করলে সেই টাকার উপর দ্বিগুণ রিটার্ন পাবেন আমানতকারী। সেক্ষেত্রে সমানুপাতিক হবে বিনিয়োগ এবং প্রাপ্ত সুদ। ১০ কোটি টাকা রিফান্ড পাওয়ার জন্য ২৫ বছর বয়সী কোন ব্যক্তি প্রতিমাসে ১৫ হাজার টাকা এসআইপি (Investment on SIP) হিসাবে জমা করতে পারবেন। গড়ে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যাবে ৩৫ বছর পর। এর অর্থ ১০ কোটি টাকা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে জমা করতে হবে ৬৩ হাজার টাকা।

১০ কোটি টাকার রিফান্ড পাওয়ার ক্ষেত্রে প্রতিমাসে আজ ২৮ হাজার টাকা এসআইপি হিসাবে জমা করতে হবে ৩০ বছর বয়সী আমানতকারীর। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন। সে ক্ষেত্রে সহজেই বোঝা যাচ্ছে এক কোটি আশি হাজার টাকা বিনিয়োগ করলে তার দশ গুণ রিফান্ড পাওয়া যাবে।