Keonjhar: হাতে কিছুটা সময় পেলে ঘুরে আসতে পারেন বাংলারই কাছাকাছি এই মনোরম স্থানটি থেকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Keonjhar: মুক্তির স্বাদ পেতে আর যেতে হবে না দূরবর্তী কোনো পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রে। একসাথে জলপ্রপাত, স্থাপত্য এবং সবুজের সমারোহ উপভোগ করতে চাইলে ঘুরে আসুন কেওনঝড় (Keonjhar) থেকে। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যায় অবস্থিত এই ছোট্ট শহর। যেখানে একত্রে উপভোগ করা যাবে ৩ দৃশ্য। কি কি রয়েছে এখানে? কিভাবেই বা যাওয়া যাবে? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements

প্রতিবেশী রাজ্য উড়িষ্যার একটি ছোট্ট শহর বা জেলা হলো কেওনঝড় বা কেন্দুঝাড়গড়। যা উপজাতি প্রধান জেলা। মূলত এই জায়গার পরিচিতি মেলে খনিজ সম্পদ সূত্রে। তবে এছাড়াও ভ্রমণের জন্য এই জায়গাটি অনন্য। পার্বত্য উপত্যকা, বিভিন্ন মন্দির এবং ঝরনার মেলবন্ধনে মুক্তির স্বাদ মেলে এই জায়গায়। মূলত শীতকাল হলো কেওনঝড় (Keonjhar) ভ্রমণে আসার দুর্দান্ত সময়। কারণ সেই সময় এখানকার সৌন্দর্য আরো সুসজ্জিত হয়ে ওঠে। স্বর্গীয় অনুভূতি দেয় পর্যটকদের। ভ্রমণের জন্য কোন কোন জায়গায় রয়েছে এখানে?

Advertisements

কেওনঝড় সফরের প্রথম ডেস্টিনেশন হলো সানাঘাগড়া। যেখানে হোটেল রুম থেকেই পরিদর্শিত হবে দিগন্ত জোড়া অরণ্যের দৃশ্য। পাশাপাশি কানে ভেসে আসবে সানাঘাগড়া জলপ্রপাতের শব্দ। এছাড়াও এই কেওনঝড়ে দেখার মতো রয়েছে খন্ডধারা জলপ্রপাত, গরুর নাকের আকারে পাথর থেকে প্রবাহিত হওয়া ঝরনা গোনাসিকা এবং গুপ্তগঙ্গা। সানাঘাগড়া জলপ্রপাত, বড়ঘাগড়া জলপ্রপাত। জলপ্রপাতকে ঘিরে তৈরি হওয়া একটি উদ্যান, ছোট লেক যেখানে নৌকো বিহারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পরিদর্শিত হবে বেশ কিছু মন্দির।

Advertisements

আরো পড়ুন: হাতে দুইদিনের ছুটি জমেছে, মন হালকা করতে ঘুরে আসুন ৩ অসাধারণ জায়গা থেকে

এখানেই শেষ নয়, কেওনঝড়ের আরো গভীরে গেলে দেখা যাবে কেওনঝড় জগন্নাথ মন্দির, লব-কুশ পাহাড়। যে পাহাড়ের বড় বড় পাথরের মাঝে গুহার ভিতরে রয়েছে ছোট্ট মন্দির। এছাড়াও দৃশ্যমান হবে অজস্র পাথরের টিলা। তবে সেই সময় যদি আকাশ পরিস্কার থাকে তার সৌন্দর্য আরো বহু গুণ বেড়ে যাবে। এর পাশাপাশি আরও কিছুটা এগিয়ে গেলে উপভোগ করা যাবে গুন্ডিচাঘাগি জলপ্রপাত, সীতাবিঞ্জি, ভিমের গদার আঘাতে সৃষ্টি হওয়া ভীম কুণ্ড এবং ঘাটগাঁও তারিনী মন্দির। এছাড়াও এখানকার আরেকটি আকর্ষণীয় দৃশ্য হলো ভিউ পয়েন্ট টাওয়ারের উপর থেকে ৩৬০ ডিগ্রি অসাধারণ দৃশ্য। যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এই জায়গা থেকে কেওঝড়ের শিলা বিন্যাস, পার্বত্য উপত্যকা ও সবুজের সমারোহ মিলবে একত্রে।

কিভাবে পৌঁছানো যাবে এই কেওনঝড়? উড়িষ্যা রাজ্যের ছোট্ট জনপদ কেওনঝড়ে পৌঁছাতে গেলে হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে হবে। তারপর বারবিল স্টেশনে নেমে যে কোনো গাড়িতে করে দু’ঘণ্টার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে উড়িষ্যার ছোট্ট শহর কেওনঝড়ে (Keonjhar)। রয়েছে থাকা খাওয়ার দুর্দান্ত ব্যবস্থা। ঘোরার জন্য মিলবে গাড়ি। প্রতি রাত্রি পিছু এখানে থাকার খরচ রয়েছে দেড় থেকে দুই হাজার টাকা। তাই আর দেরি কেন এবছরের শীতকালীন ভ্রমণে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। মিলবে দারুন অনুভূতি।

Advertisements