স্বাস্থ্য পরিকাঠামোয় শীর্ষে কেরালা, তালিকা প্রকাশ করল নীতি আয়োগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সার্বিক বিভিন্ন পরিকাঠামোর ক্ষেত্রে দেশের বড় রাজ্যগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম স্থান দখল করে রয়েছে কেরালা। স্বাস্থ্য পরিকাঠামোর দিক দিয়ে এবারও এই ধারাবাহিকতা বজায় রাখল এই রাজ্য। নীতি আয়োগের চতুর্থ স্বাস্থ্য সূচকের রিপোর্ট অনুসারে এমনই তথ্য উঠে এসেছে। এর পাশাপাশি বাকি রাজ্যগুলি কত নম্বর স্থানে রয়েছে তাও প্রকাশ করা হয়েছে।

Advertisements

২০১৯-২০ বর্ষের নিরিখে এই চতুর্থ স্বাস্থ্য সূচক রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী সবার প্রথম সারির রাজ্য হিসেবে কেরালা থাকার পরেই পরবর্তী রাজ্য হিসেবে রয়েছে তামিলনাড়ু এবং তেলঙ্গানা। এই তিন রাজ্যের পাশাপাশি বাকি রাজ্যগুলিতে কত নম্বর স্থানে রয়েছে তা প্রকাশ করেছে নীতি আয়োগ।

Advertisements

উল্লেখযোগ্যভাবে চতুর্থ স্বাস্থ্য সূচক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য অনুযায়ী বড় রাজ্যগুলির মধ্যে এই তালিকায় সবার নিচে রয়েছে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের উপরে রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। তবে এই রিপোর্টে এটাও জানানো হয়েছে, ২০১৯-২০ বর্ষে সবথেকে বেশি উন্নতি করেছে উত্তর প্রদেশ। সেই জায়গায় উন্নতির নিরিখে সবচেয়ে কম সাফল্য রাজস্থানের।

Advertisements

এই তালিকায় পর পর যে সকল রাজ্যগুলি রয়েছে তারা হল কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। উত্তর প্রদেশ রয়েছে ১৯ নম্বর স্থানে। মধ্যপ্রদেশ এবং বিহার রয়েছে যথাক্রমে ১৭ এবং ১৮ নম্বর স্থানে। তবে পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে রয়েছে তা প্রকাশ করেননি নীতি আয়োগ।

কারণ হিসাবে নীতি আয়োগ জানিয়েছে, ২০১৯-২০২০ সালের নিরিখে সেই চতুর্থ পর্যায়ের সেই রিপোর্ট তৈরি করার সময় এই পর্যায়ে পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করেনি। তাদের অংশগ্রহণ না হওয়ার কারণে তারা কত নম্বর স্থানে রয়েছে তা প্রকাশ করা সম্ভব নয়।

Advertisements