ইচ্ছে থাকলে উপায় হয়, প্লাবনের মাঝেই কড়াইয়ে চেপে বিয়ে সারলেন বর কনে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইচ্ছে থাকলেই উপায় হয়, এই প্রবাদটিকেই সম্প্রতি বাস্তবায়িত হতে দেখা গেল মুষলধারে বৃষ্টি আর প্লাবনের মাঝে। দিন কয়েকের মুষলধারে বৃষ্টিতে প্লাবিত হয়েছে কেরলের বিভিন্ন এলাকা। এরই মাঝে রয়েছে বিয়ে। আর সেই বিয়ে সারতেই কড়াইকে নৌকা বানিয়ে মণ্ডপে পৌঁছে গেলেন বর কনে। সম্প্রতি যুগলের এমন পদক্ষেপের ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

এমন ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজা জেলাতে। যেখানে বাস আকাশ ও ঐশ্বর্যর। বর্তমান করোনাকালেই তাদের বিয়ে ঠিক। অল্প সংখ্যক আত্মীয়স্বজন নিয়েই তাদের এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। লগ্ন ছিল গতকাল অর্থাৎ সোমবার। তবে করোনাকালের পাশাপাশি তাদের এই লগ্নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মুষলধারে বৃষ্টি। কারণ এই বৃষ্টির কারণে কেরলের অধিকাংশ জায়গায় প্লাবিত।

Advertisements

অন্যদিকে আকাশ এবং ঐশ্বর্যর যেখানে বিয়ে হওয়ার কথা অর্থাৎ বিয়ে মন্ডপ জলের তলায় না গেলেও সেখানে যাওয়ার রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এমত অবস্থায় কিভাবে পৌঁছানো যাবে বিয়ের মন্ডপে তা নিয়েই দুশ্চিন্তায় পড়েন দুই পরিবারের সদস্যরা। কারণ লগ্ন অনুযায়ী সময়মতো দিতে হবে বিয়ে।

Advertisements

এরই মধ্যে কোন একজনের বড় কড়াইয়ের কথা মাথায় আছে। বড় কড়াইয়ের কথা মাথায় আসতেই অমনি তার জোগাড় শুরু হয়। তারপর সেই রান্নার বড় কড়াই এনে দুজনকে সেই কড়াইয়ে বসিয়ে পৌঁছে দেওয়া হয় মণ্ডপে। তাদের দুজন কড়াইয়ে বসে যাওয়ার সময় কেউ একজন সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন। তারপর তার সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে।

জানা গিয়েছে, ওই যুগলের নির্দিষ্ট সময়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওই যুগল স্থানীয় একটি হাসপাতালে স্বাস্থ্য কর্মী হিসেবে নিযুক্ত। তাদের বিয়ের দু’দিন আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। সমস্ত প্রোগ্রাম বাতিল হওয়ার মত অবস্থা তৈরি হয়। তবে এই ইচ্ছের উপর এই তাদের সবকিছু ঠিকঠাক সম্পন্ন হয়।

Advertisements