নিজস্ব প্রতিবেদন : জীবনে যা কিছু অসম্ভব বলে মনে হয় তা প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের দ্বারা সম্ভব করা যায়। যে কোনো কাজে সফলতা পাওয়ার মূল চাবিকাঠি যে ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম এই কথাটিই আবারও প্রমাণ করে দিলেন কেরলের এক যুবক। দীর্ঘদিন ধরে একা পরিশ্রম করে আস্ত একটা কুয়ো খুঁড়ে ফেলেছেন তিনি। আর তার এই কাজের জন্যই তাকে ‘ওয়ান ম্যান আর্মি’ খেতাব দেওয়া হয়েছে।
কেরলের এই ব্যক্তির ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পরই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল সেই ভিডিওটি দেখেই বোঝা গিয়েছিল, তার একার প্রয়াসে খুঁড়ে ফেলা সেই কুয়োটির গভীরতা বেশ গভীর।
ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুয়ো খোঁড়ার জন্য মাটি কাটছেন ওই ব্যক্তি। একা হাতেই কোদাল নিয়ে কুয়োর নীচের মাটি কাটছেন তিনি তারপর সেই সব মাটি কেটে নিজের হাতেই সরিয়েছেন তিনি। তারপাশেই দড়িতে করে ঝোলানো রয়েছে একটি ঝুড়ি আর সেই ঝুড়িতেই কাটা মাটি তুলে রাখছেন তিনি। একটি কপিকলের সাহায্যে বেশ কয়েকটা দড়ি সেই ঝুড়ির সঙ্গে সংযুক্ত রয়েছে। মাটি তুলে দেওয়ার পর ওই ব্যক্তি পা দিয়ে মাটির লেভেল সমান করে দিচ্ছেন ঝুড়ির উপর, যাতে গুঁড়ো গুঁড়ো মাটি ও পড়ে না যায়। এরপর দড়ি টেনে টেনে ঝুড়িভর্তি মাটি কুয়োর উপর তুলছেন।
ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে যে ঝুড়ি ভর্তি মাটি উপরে তুলে দেওয়ার পর অদ্ভুত একটি কায়দায় দড়ি টেনে ঝুড়ির মাটি পাশে জড়ো করা মাটির স্তূপের উপর ফেলে দিয়েছেন ওই ব্যক্তি।
A young man single handedly digs a well , including lifting the soil and dumping it on the side somewhere in Kerala . Ingenuity at it's best. Video : From friends. #groundwater pic.twitter.com/TU8EiTR6ag
— zenrainman (@zenrainman) June 15, 2021
কুয়ো খোঁড়ার কাজ থেকে শুরু করে মাটি ফেলা অবধি সমস্ত ঘটনাটি যেভাবে ওই ব্যক্তি একার বুদ্ধিতে ও একক প্রয়াসে সম্পন্ন করেছেন তা সত্যি তারিফ করার মতো। অধিকাংশ নেটিজেনই উনার এই একক প্রয়াস ও বুদ্ধিমত্তায় একইসাথে মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছেন তাই কমেন্ট বক্সে সকলেই ঐ ব্যক্তির কঠোর পরিশ্রম ও বুদ্ধির জন্য তার প্রশংসা করেছেন।