নিজস্ব প্রতিবেদন : দেশের প্রবাদপ্রতিম গায়ক মহঃ রফি ১৯৮০ সালে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। তবে তিনি আমাদের সকলকে ছেড়ে যাওয়ার আগে রেখে গিয়েছেন ২৬ হাজারের বেশি গান। আর এই সকল গান আজও সমান জনপ্রিয়তা বজায় রেখেছে বিশ্ব আঙিনায়। আর সেই মহঃ রফির গানকেই অবিকলভাবে ফুটিয়ে তুললেন কেরলের এক যুবক। যে গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে। গান শুনে মুখরিত হয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও।
সম্প্রতি ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘চিরাগ’ সিনেমার মোহাম্মদ রফির ‘তেরি আঁখো কে সিভা’ গানটি গেয়েছেন ওই যুবক। আর ওই যুবকের কন্ঠস্বর অবিকল মহঃ রফির মতই। যার পরেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা যুবকের ওই গান শুনে তাকে ‘ছোটা রফি’ বলছেন।
We have been waiting for decades for a new Mohammed Rafi. It sounds as if we may have to wait no longer... I couldn’t switch this clip off... https://t.co/QhM3koPlVE
— anand mahindra (@anandmahindra) September 12, 2020
জানা গিয়েছে ওই যুবকের পুরো নাম সৌরভ কিষণ। তিনি কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। ছোট থেকেই ওই যুবক মহঃ রফির গানের ভক্ত। আর ওই যুবকের গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন জুদিশ রাজ নামে এক ব্যক্তি। আর তার থেকেই জানা গিয়েছে যে বছর দশেক আগে একটি অনুষ্ঠানে ওই যুবক মহঃ রফির গান গেয়ে সকলের নজর কাড়ে। তারপর থেকেই ওই যুবক রফিকন্ঠি হয়ে ওঠেন।