কোন ক্যাটাগরির রেশন কার্ডে কি কি সুবিধা পাওয়া যায়, সব জানেন তো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশ থেকেই বিশ্বের ধনকুবেরদের মধ্যে প্রথম দশে যেমন রয়েছেন কয়েকজন, ঠিক তেমনি আবার এই দেশেই একেবারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী সংখ্যা কয়েক কোটি। এই সকল মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে তাদের জন্য সুনিশ্চিত খাদ্যের ব্যবস্থা করা হয়েছে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে।

Advertisements

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এমন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কম নয়। এই সকল মানুষদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে খাদ্যসাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই খাদ্য সাথী প্রকল্পের পাঁচটি ক্যাটাগরি রয়েছে। সেই পাঁচটি ক্যাটাগরি অনুযায়ী রাজ্যের বাসিন্দাদের ৫ ধরনের রেশন কার্ড দেওয়া হয়ে থাকে এবং সেই অনুযায়ী খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রেশন কার্ডের যে পাঁচটি ক্যাটাগরি রয়েছে সেগুলি হল অন্ত্যোদয় অন্ন যোজনা শ্রেণিভুক্ত কার্ড (AAY Ration Card), পি এইচ এইচ শ্রেণিভুক্ত কার্ড (PHH Ration Card), এস পি এইচ এইচ শ্রেণিভুক্ত কার্ড (SPHH Ration Card), রাজ্য সুরক্ষা যোজনা ১ ভুক্ত কার্ড, রাজ্য সুরক্ষা যোজনা ২ ভুক্ত কার্ড।

Advertisements

অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY Ration Card) : এই ধরনের রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা পরিবার পিছু মাসে বিনামূল্যে ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম এবং ১৩ টাকা প্রতি কেজির বিনিময়ে ১ কেজি করে চিনি পাবেন।

এসপিএইচএইচ কার্ড (SPHH Ration Card) : এই ধরনের রেশন কার্ড যে সকল পরিবারের রয়েছে তারা প্রতি মাসে মাথাপিছু বিনামূল্যে পাবেন চাল ৩ কেজি, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি করে গম।

পিএইচএইচ কার্ড (PHH Ration Card) : এই রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা মাথাপিছু প্রতি মাসে পাবেন বিনামূল্যে ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম।

আরকেএসওয়াই ১ রেশন কার্ড (RKSY 1 Ration Card) : প্রতি মাসে মাথাপিছু ২ কেজি চাল এবং ২ কেজি ৮৫০ গ্রাম আটা অথবা ৩ কেজি গম দেওয়া হয়ে থাকে এই ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তাদের।

আরকেএসওয়াই ২ রেশন কার্ড (RKSY 2 Ration Card) : এই ক্যাটাগরির রেশন কার্ড যে সকল উপভোক্তাদের রয়েছে তারা পাবেন প্রতি মাসে মাথাপিছু ১ কেজি চাল এবং ১ কেজি গম পাবেন।

Advertisements