Rinku Singh: স্পোর্টস বাইক চালাচ্ছেন রিঙ্কুর বাবা, নিমেষে ভাইরাল সেই ভিডিও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rinku Singh: ভাগ্যের চাকা কিভাবে কখন পরিবর্তন হয় তা কেউ বলতে পারে না। খারাপ সময় যেমন জীবনে আসে তেমনি ভালো সময়ও আসে জীবনে। সুখ এবং দুঃখ দুটোই হল একই মুদ্রার দুটো পিঠ। তাই খারাপ সময় জীবনে আসলে কখনোই ভেঙে পড়া উচিত না বরং আরো মনের জোর বাড়িয়ে লড়াই করা উচিত। আজকের এই প্রতিবেদনটিতে এমন একটি উদাহরণ তুলে ধরা হবে সকলের জন্য। শুনলে গল্পকাহিনী মনে হলেও আদতে একেবারে সত্যি।

Advertisements

কোন একসময় সংসার চালানো ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ। তার জন্য বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের ডেলিভারি দিতে হত। এমনকি কাঁধে করেও সিলিন্ডার বইতে হয়েছে এমন বহুদিন গেছে। কিন্তু গত কয়েক বছরে ভাগ্য বদলেছে খানচাঁদ সিংয়ের। এখন তিনি কাজে যান অত্যাধুনিক স্পোর্টস বাইকে চেপে। স্পোর্টস বাইকটি তাকে উপহার দিয়েছে তার ছেলে রিঙ্কু সিং (Rinku Singh)।

Advertisements

বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট সার্কিটে উল্কার গতিতে উত্থান হয়েছে রিঙ্কুর। পাশাপাশি আর্থিকভাবেও এখন অনেকটা স্বচ্ছ্বল রিঙ্কুর পরিবার। কেকেআরে কোন একসময় রিঙ্কু (Rinku Singh) খেলেছিলেন ৫০ লক্ষ টাকায় কিন্তু এখন রিঙ্কু সই করেছেন ১৩ কোটি টাকার বিনিময়ে। জীবনের চাকা ঘুরে যাওয়ার পরেও নিজের পরিবারকে কখনো ভুলে যায়নি তিনি। বাবা-মার জীবনে স্বাচ্ছন্দ্য আনতে প্রচুর খরচ করছেন তিনি। সম্প্রতি বাবা খানচাঁদ সিংকে রিঙ্কু একটি স্পোর্টস বাইক কিনে দিয়েছেন। এই বাইক চালিয়ে তার বাবা কাজে যাচ্ছেন।

Advertisements

আরও পড়ুন:Naga SadhviNaga Sadhvi: নাগা সন্ন্যাসিনী হতে গেলে মানতে হয় কঠোর নিয়ম, যা শুনলে অশ্রু ধরে রাখতে পারবেন না

রিঙ্কু (Rinku Singh) তাঁর বাবাকে কাওয়াসাকি নিনজা ৫০০ স্পোর্টস বাইক কিনে দিয়েছেন। যার দাম প্রায় ৫ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ভিডিও সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে। ছেলের দৌলতে এখন সুখের মুখ দেখছেন তিনি। যে ইন্ডেন গ্যাসের অফিস থেকে সিলিন্ডার ডেলিভারি করতেন তিনি, সেখানেই এখনও কাজ করেন। ওই বাইকে চেপে সেই ইন্ডেনের অফিসেই গিয়েছেন রিঙ্কুর বাবা। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে। রিঙ্কু যেভাবে বাবা-মায়ের খেয়াল রাখছেন তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Lefti (@sonulefti0700)

সম্প্রতি গুঞ্জন শোনা গেছে যে রিঙ্কু সিং খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে কেকেআরের ক্রিকেটারের। কিন্তু এই ব্যাপারে প্রিয়ার পরিবারের তরফ থেকে স্বীকার করা হয়েছে, রিঙ্কুর সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কথাবার্তা চলছে।

Advertisements