পঞ্চায়েত ভোটে ‘খেলা হবে না’, অবাক করা কারণ জানালেন দেবাংশু ভট্টাচার্য

লাল্টু : গত বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল শ্লোগান তুলেছিল ‘খেলা হবে’। যুবনেতা হিসেবে পরিচিত বর্তমান তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই স্লোগান তুলেছিলেন এবং তা পরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে সেই দেবাংশু ভট্টাচার্যই এবার পঞ্চায়েত ভোটের আগে জানালেন খেলা হবে না!

২০১৮ সালে যেখানে পঞ্চায়েত নির্বাচনের সময় উন্নয়ন বাহিনীকে সামনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ ওঠে সেই জায়গায় ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে খেলা হবে না এই মন্তব্য রীতিমত অবাক করছে! তবে কেন খেলা হবে না সেই কারণও জানাতে দেখা গেল দেবাংশুকে।

দেবাংশু ভট্টাচার্য শুক্রবার বীরভূমের দুবরাজপুরে আসেন দলীয় কাজে। সেখানে তিনি দিদির সুরক্ষা কবজ কর্মসূচির জন্য উপস্থিত হয়েছেন বলে জানান। বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করার সময় প্রশ্ন ওঠে, ‘পঞ্চায়েত ভোটেও কি খেলা হবে?’

সেই প্রশ্নের উত্তরে দেবাংশু জানান, “পঞ্চায়েতে খেলা হবে না। খেলা হবে না এই কারণেই, কারণ খেলতে গেলে উল্টোদিকে প্লেয়ার দরকার হয়। উল্টোদিকে প্লেয়ার নেই তাই খেলা হবে না, খেলা হবে লোকসভাতে। বিধানসভায় হয়েছে, আবার খেলা হবে লোকসভাতে। পঞ্চায়েত এমনি ওয়ার্ম আপ। ওই ফুটবল নিয়ে আমরাই নাচানাচি করব আর কি।”

এর পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য জানান, দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে এসে রাজনৈতিক কাজকর্ম করার পাশাপাশি তিনি যাবেন দুবরাজপুর শহর আইটি সেলের সদস্য তথা ছাত্র পরিষদের জেলা সদস্য সোহিনী সূত্রধরের বাড়ি। যে সোহিনী সূত্রধর দিন কয়েক আগেই আত্মহত্যা করেন। তার এইভাবে আকস্মিক মৃত্যুতে দেবাংশু শোক প্রকাশ করার পাশাপাশি তার পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য বলে জানিয়েছেন।