‘খেলা হবে’, তৃণমূলের পর একই স্লোগান বিজেপির, তুঙ্গে বঙ্গ রাজনীতি

হিমাদ্রি মন্ডল : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে একটি নতুন স্লোগান তোলা হচ্ছে যা হলো ‘খেলা হবে’। আর এই শ্লোগানের মাধ্যমে তারা গেরুয়া শিবিরকে বিঁধছেন। তবে সেই একই স্লোগান বিজেপি শিবিরেও! এটাও আবার হয় নাকি! হ্যাঁ এমনটাই হতে দেখা গেল শুক্রবার বীরভূমের সিউড়িতে।

এদিন রাজ্যের বেকারত্ব নিয়ে সিউড়ির সার্কিট হাউজ মোড় থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল করা হয় বিজেপির তরফ থেকে। আর সেই মিছিলের শুরুতে এবং মিছিলের যাত্রা পথে একাধিক জায়গায় বিজেপি কর্মীরা ‘খেলা হবে’ স্লোগান তোলে। ইতিমধ্যেই এই ‘খেলা হবে’ স্লোগান রাজ্য রাজনীতিতে জায়গা করে নিয়েছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’, এর তাৎপর্য বোঝাতে ইতিমধ্যে একাধিক জনসভায় নানান ইঙ্গিতও দিয়েছেন। আর এরপর আবার একই স্লোগান বিজেপির শিবির থেকেও ভেসে আসায় তুঙ্গে বঙ্গ রাজনীতি।

যদিও বীরভূম জেলা বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা দাবি করেন, “খেলা হবে না। খেলা শেষ হবে। উনি তো খেলা শুরু করেছেন। একুশের বিধানসভা নির্বাচনে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের খেলার শেষ করবে। তৃণমূলের বিদায় হবে। আর অনুব্রত মণ্ডল বলেছেন বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দেবে। কিন্তু মানুষ ২০২১-এর নির্বাচনে উনাদের সাগর পার করে দেবে।”