তৃষ্ণার্ত সাপ ঢকঢক করে জল খেল বোতল থেকে, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সাপ এমন একটি প্রাণী যাকে আক্রমণ না করলে অথবা ভয় না পেলে পাল্টা আক্রমণ করে না। তবে বিশ্বের বিষাক্ত প্রাণীদের মধ্যে সাপ অন্যতম একটি প্রাণী হওয়ার কারণে সবাই একে ভয় করে থাকেন। যে কারণে বাড়িঘর অথবা অন্যত্র সাপ ঢুকলেই ভীতসন্ত্রস্থ হতে লক্ষ্য করা যায় সাধারণ মানুষদের।

অন্যদিকে এই সাপেদের বিপদের সময় তাদের সামনে ত্রাতা হয়ে আসতে দেখা যায় সাপ উদ্ধারকারীদের। এমনই একটি সাপ উদ্ধারের ভিডিও সামনে এসেছে এবং সেই ভিডিওটি দেখে ঘুম উড়ে যেতে পারে আপনার। ঠিক যেমনটা হয়েছিল গ্রামবাসীদের। সাপ উদ্ধার করার পর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে, দেশের কোন এক প্রান্তের একটি গ্রামে একটি বিষধর কিং কোবরা সাপ ঢুকে পড়ে। তারপর সেই সাপটি মাছ ধরার জালে আটকে যায়। তাকে উদ্ধার করতে আসেন মির্জা আরিফ নামে এক সাপ উদ্ধারকারী। এরপর বেশ কিছুক্ষণ ধরে এই সাপটিকে বাগে আনতে সময় লাগে ওই উদ্ধারকারীর। শেষমেষ সাপটিকে উদ্ধার করার পর দেখা যায় ঐ সাপটি অনর্গল ফণা বের করছিল। তখনই ওই উদ্ধারকারী বুঝতে পারেন কোন সমস্যা রয়েছে।

এরপর ঐ উদ্ধারকারী একটি স্প্রাইটের বোতল জল নিয়ে আসেন। তারপর সেই স্প্রাইটের বোতলটি সাপটির সামনে ধরেন। এরপরেই লক্ষ্য করা যায় ওই কিং কোবরা সাপটি ঢকঢক করে জল পান করতে শুরু করে। তখন উদ্ধারকারী ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, সাপটি খুব তৃষ্ণার্ত ছিল এবং জলের খোঁজেই সে এসে পড়ে বাড়ির ভিতর।

এমন বিষধর সাপ উদ্ধারের ভিডিও বারংবার নজরে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাদের কখনো কুয়ো থেকে অথবা এই রকম মাছ ধরার জাল বা অন্য কিছুতে আটকে যাওয়ার পর সেখান থেকে উদ্ধার করতে লক্ষ্য করা যায়। কিন্তু সাপ উদ্ধারের পর এই ভাবে জল খাওয়া সচরাচর খুব একটা লক্ষ্য করা যায় না।