Kinnar Vastu Tips: হিজড়েদের ভুলেও এই ৫টি জিনিস দান করবেন না! দেনার দায়ে ভেসে যাবে সংসার

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you want happiness and peace in life, don’t donate five things to Brihannada: বৃহন্নলারা নারী ও পুরুষের মতোই এই সমাজের অন্যতম অঙ্গ। কিন্তু বেশিরভাগ সময় এই সমাজ এদেরকে আলাদা নজরে দেখে এবং বিচ্ছিন্ন করে দেয় ভদ্র সমাজ থেকে। বৃহন্নলাদের হিজড়ে বলেও পরিচিত। জ্যোতিষশাস্ত্রে (Kinnar Vastu Tips) এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো শুভ কাজের আগে বৃহন্নলাদের উপস্থিতি শুভ বলে মনে করা হয়।

Advertisements

এমন অনেক জিনিস আছে যা এই বৃহন্নলাদের দান করলে আপনার সংসারে আসবে সুখ-সমৃদ্ধি। সন্তান জন্মের পর এবং বিয়ে এই ধরনের শুভ অনুষ্ঠানগুলোতে প্রাচীনকাল থেকে বৃহন্নলাদের দান করার প্রথা চলে আসছে। এদের দান করলে সংসারে সুখ সমৃদ্ধি চিরকাল বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু জিনিস এই বৃহন্নলাদের (Kinnar Vastu Tips) দান করা একেবারেই উচিত না। আপনার বাড়ির দরজা থেকে যদি এই বৃহন্নলারা রুষ্ট হয়ে ফিরে যায় তাহলে স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হন। লক্ষ্মীর রোষে এর ফলে আপনার সংসার চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। চলুন জেনে নিই কোন কোন জিনিস বৃহন্নলাদের দান করা একেবারেই উচিত না।

Advertisements

কখনো কোনো হিজড়েকে (Kinnar Vastu Tips) ভুলেও ঝাঁটা বা ঝাড়ু দেবেন না কিংবা এদের তাড়ানোর জন্য কখনো ঝাঁটা দেখাবেন না বা ঝাঁটা নিয়ে তাড়া করবেন না। আপনার এরকম আচরণ আপনার সংসারের পক্ষে অমঙ্গলের কারণ হতে পারে। সুখ ও সমৃদ্ধি চিরকালের মতো বিদায় নেবে আপনার সংসার থেকে। যদি বৃহন্নলারা কখনো আপনার কাছে ঝাড়ু চায়, তাহলে সেটা কেনার জন্য কিছু অর্থ দিয়ে দিন। কিন্তু তার হাতে ঝাঁটা তুলে দেবেন না।

Advertisements

এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা কোনদিনও হিজড়াদের দান করা উচিত করা নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, হিজড়াদের (Kinnar Vastu Tips) তেল দান করাও কখনোই উচিত না। এর ফলে আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি হারিয়ে যাবে। যদি জীবনে শান্তি ও সমৃদ্ধি চান তাহলে ভুলেও এই কাজটি করবেন না। অন্যদিকে, প্লাস্টিক বা কাঁচের তৈরি কোনও সামগ্রী বৃহন্নলাদের কখনোই দান করা উচিত না। এর ফলে সংসারে অশুভ প্রভাব তৈরি হয় যা সত্যি সংসারের পক্ষে মঙ্গলজনক নয়।

সংসারের সুখ ও শান্তি যদি আপনি চিরকাল বজায় রাখতে চান তাহলে স্টিলের বাসন বা স্টিলের তৈরি অন্য কোনও সামগ্রী বৃহন্নলাদের (Kinnar Vastu Tips) কখনো দান করবেন না। যদি কখনো ভুলবশত স্টিলের জিনিস দান করেন তাহলে আপনার পরিবারে লড়াই ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। এছাড়া পরিবারের সদস্যরাও এর প্রভাবে অসুস্থ হয়ে পড়বে। এমন বহু মানুষ আছেন যারা বাড়িতে আসা হিজড়েদের পুরনো জামাকাপড় দিয়ে দেয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই কাজ কখনোই করা উচিত না। এদের পুরনো পোশাক না দিয়ে সর্বদা নতুন পোশাক দান করবেন। এদের পুরনো পোশাক দিলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বৃহন্নলার আশীর্বাদ আপনি কখনোই লাভ করতে পারবেন না।

Advertisements