নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়কে যাতায়াত করার সময় দিতে হয় টোল ট্যাক্স (Toll Tax)। টোল ট্যাক্স দেওয়ার পর টোল আদায়কারী সংস্থার তরফ থেকে একটি রশিদ দেওয়া হয়ে থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ মানুষ টোল দেওয়ার পর সেই রশিদ নিলেও তা কিছুক্ষণ পর ফেলে দেন। কিন্তু জানেন কি ওই টোল রশিদ (Toll Tax Receipt) রাখলে আখেরে আপনারই উপকার।
টোল ট্যাক্স দেওয়ার পর যে রশিদ পাওয়া যায় তা রাখলে উপকার অথবা এর থেকে সুবিধা মিলতে পারে এই বিষয়টি বললে অনেকের কাছেই তা হাসি ঠাট্টার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু হাসি-ঠাট্টার কারণ হয়ে দাঁড়ানোর কিছু নেই। বরং এর থেকে কি কিভাবে আপনি উপকৃত হতে পারেন তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এবং বলবেন আগে জানলে নিশ্চয় তা ফেলে দিতেন না।
টোল ট্যাক্স দেওয়ার পর যে রশিদ পাওয়া যায় সেই রশিদের সামনে এবং পিছনে এক থেকে চারটি নম্বর থাকে। যে নম্বরগুলি আপনি যখন জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছেন তখন কোন অসুবিধার মধ্যে পড়লে আপনাকে সাহায্য করতে পারে। এই নম্বরগুলিতে ফোন করলে ক্রেন পরিষেবা, অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং পেট্রোল পরিষেবার মতো বিভিন্ন পরিসেবা পাওয়া যায়। এছাড়াও http://tis.nhai.gov.in/TollInformation?TollPlazaID=200 ওয়েবসাইট থেকেও নম্বর নিয়ে সেখানে ফোন করে বিভিন্ন সহযোগিতা পাওয়া যেতে পারে।
তবে অনেকেই যেহেতু ভুল করে এই রশিদ ফেলে দেন তাই জাতীয় সড়কে কোনো রকম অসুবিধার মধ্যে পড়লে ফোন করতে হবে 1033 অথবা 108 নম্বরে। এই সকল নম্বরগুলি ২৪ ঘন্টার জন্য উপলব্ধ। ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময় কল করলেই সহযোগিতা পাওয়া যায়। আপাতকালীন সাহায্যের জন্য এই সকল নম্বরে কল করলে সহযোগিতা মিলতে পারে।
কখনো কখনো জাতীয় মহাসড়কে যাতায়াতের সময় মেডিকেল এমার্জেন্সি দেখা দিতে পারে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে টোল ট্যাক্সের রশিদের মধ্যে থাকা ইমারজেন্সি নম্বরে কল করলে ১০ মিনিটের মধ্যে সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এক্ষেত্রে আরো একবার অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য নম্বরগুলি জানিয়ে দেওয়া হলো। নম্বরগুলি হলো 8577051000 এবং 7237999911।
হঠাৎ গাড়ির জ্বালানি শেষ হয়ে গেলে 8577051000 এবং 7237999944 নম্বরে ফোন করলে সহযোগিতা পাওয়া যায়। এক্ষেত্রে ৫ থেকে ১০ লিটার পর্যন্ত ডিজেল অথবা পেট্রোল দেওয়া হয়ে থাকে।